ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পকে উত্তর কোরিয়ায় আমন্ত্রণ জানাল কিম

প্রকাশিত: ০০:০০, ১৬ সেপ্টেম্বর ২০১৯

ট্রাম্পকে উত্তর কোরিয়ায় আমন্ত্রণ জানাল কিম

অনলাইন ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিয়ংইয়ংয়ে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সোমবার দক্ষিণ কোরিয়ার এক পত্রিকার প্রতিবেদনে জানানো হয় যে, আগস্টে লেখা এক চিঠিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন মুন। গত মাসে এ নিয়ে দুইবার ট্রাম্পকে চিঠি দিয়েছেন মুন। কোরীয় দ্বীপে পরমাণু নিরস্ত্রিকরণের বিষয়ে ট্রাম্প এবং কিমের মধ্যে সর্বশেষ বৈঠক বাতিল হয়ে যাওয়ার পর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এর মধ্যেই ট্রাম্পকে চিঠি পাঠালেন কিম। আগস্টের শেষের দিকে ওই চিঠি ট্রাম্পের কাছে পাঠানো হয়। একটি সূত্র জোংগ্যাং ইবো পত্রিকাকে জানিয়েছে, ওই চিঠিতে ট্রাম্পের সঙ্গে আরও একটি বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন কিম। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি হোয়াইট হাউস এবং উত্তর কোরিয়া। গত বছরের জুনের পর থেকে তিনবার কিম এবং ট্রাম্পের মধ্যে সাক্ষাৎ হয়েছে। কোরীয় দ্বীপে ক্ষেপণাস্ত্র এবং পরমাণু কর্মসূচি কমিয়ে আনার ব্যাপারে তারা আলাপ করেছেন। কিন্তু এ বিষয়ে এখনও কোনো সমাধানে আসতে পারেনি দেশ দুটি।
×