ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাটোরের বাগাতিপাড়ায় বৈদ্যুতিক উপকেন্দ্রের উদ্বোধন

প্রকাশিত: ০৫:১৯, ১৫ সেপ্টেম্বর ২০১৯

নাটোরের বাগাতিপাড়ায় বৈদ্যুতিক উপকেন্দ্রের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ "শেখ হাসিনার উদ্যেগে ঘরে ঘরে বিদ্যুৎ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের বাগাতিপাড়া ৩৩/১১ কেভি ১০এমভিএ ইনডোর বৈদ্যুতিক উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১ টার দিকে বাগাতিপাড়া দয়ারামপুর এলাকায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর আয়োজনে বৈদ্যুতিক উপকেন্দ্র উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। রাজশাহী জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা শীতাংশু কুমার সুর চৌধুরী, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বিদ্যূতায়ন বোর্ডের ঢাকার প্রধান প্রকৌশলী (প্রকল্প) মহিউদ্দিন আহমেদ, বাগাতিপাড়া উপজেলার চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা সহ প্রমুখ।
×