ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাবার হত্যার বিচারের দাবিতে পুত্রের সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: ০৫:০০, ১৫ সেপ্টেম্বর ২০১৯

বাবার হত্যার বিচারের দাবিতে পুত্রের সাংবাদিক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীর বাউফলে চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক মামলার স্বাক্ষী নুরুল ইসলাম হাওলাদার হত্যা মামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছেলে পুলিশ সদস্য মনিরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনিসহ তার চাচাত ভাইয়েরা বর্তমানে পুলিশ সদস্য হিসাবে কর্মরত আছেন। তার বাবার হত্যা মামলার প্রধান আসামি জামসেদসহ অন্যান্য আসামিরা পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করেছে। এ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ জামসেদকে গ্রেফতার করতে পারেনি। বরং জামসেদ ও তার সহযোগীরা মামলা তুলে নেয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করছে এবং মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছেন। তিনি তার বাবার হত্যার বিচার চান। উল্লেখ্য, নিহত নুরুল ইসলাম হাওলাদার সাথে একই গ্রামের নাসির উদ্দিন ও তার ভাই বাহাউদ্দিন বাবুলের জমিজমা নিয়ে বিরোধের জেরে ২৩ আগস্ট উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। ঘটনায় দুই পক্ষের মোট ১০ জন আহত হয়। ২৪ আগষ্ট হাসপাতে ভর্তি থাকা অবস্থায় জোবায়ের হোসেন জামসেদ তার কয়েকজন অনুসারি নিয়ে ইন্দ্রকুল গ্রামের বাড়ি গিয়ে নুরুল ইসলাম হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তিনি চিকিৎসাধীন অবস্থায় ১ সেপ্টেম্বর রাতে মারা যান।
×