ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় ১শ ২৬ পরিবারের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

প্রকাশিত: ০৪:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০১৯

নেত্রকোনায় ১শ ২৬ পরিবারের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের জুগিরগুহা গ্রামের ১শ ২৬টি বাড়িতে পল্লীবিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়েছে। শনিবার রাতে স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক সুইচ টিপে সংযোগ উদ্বোধন করেন। জুগিরগুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন বকুল, আব্দুর রাশিদ, জাতীয় পার্টির নেতা ওয়াহিদুজ্জামান আজাদ, বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম দীপু প্রমুখ। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, ৩৯ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ২ দশমিক ৬শ ২২ কিলোমিটার বৈদ্যুতিক লাইনের মাধ্যমে জুগিরগুহা গ্রামের ১শ ২৬টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। ওয়ারেসাত হোসেন বেলাল এমপি বলেন, চলতি বছরের মধ্যে পূর্বধলা উপজেলার সব গ্রাম বিদ্যুতের আওতায় আনা হবে।
×