ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে বালু উত্তোলনের ফলে ২শ বাড়ি নদীগর্ভে বিলীন

প্রকাশিত: ০৩:৫৪, ১৫ সেপ্টেম্বর ২০১৯

বাঁশখালীতে বালু উত্তোলনের ফলে ২শ বাড়ি নদীগর্ভে বিলীন

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মানচিত্রের শুরুতেই পার হতে হয় শঙ্খ নদী। সেই শঙ্খ নদীর উভয় পাশে চলছে অবাধে বালু উত্তোলনের মহোৎসব। শঙ্খ নদীর বাঁশখালীর পুকুরিয়া ইউপির তেচ্ছি পাড়া অংশে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আসহাব উদ্দিনের নেতৃত্বে ২টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার মেশিন বসিয়েছে। ওই জায়গা থেকে প্রতিদিন তোলা হচ্ছে হাজার হাজার ঘনফুট বালু। এই বালু উত্তোলনের ফলে তেচ্ছি পাড়া অংশে বেড়িবাঁধ বিলীন হয়ে শত শত বসতঘর গ্রাস করে নিচ্ছে শঙ্খ নদী। নদীর দু’পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গন চরম আকার ধারণ করেছে। যে কোন মুহুর্তে বাঁশখালীর মানচিত্র হতে পুকুরিয়া ইউনিয়নের উত্তরাংশ ও পশ্চিমাংশ শঙ্খ নদীগর্ভে বিলীন হয়ে হারিয়ে যাবে। একই ভাবে চৌধুরী ঘাটেও বালু উত্তোলন চলছে। তাছাড়া ওই এলাকায় বসবাসকারী হাজার হাজার মানুষের প্রতিবাদও থামছে না অবৈধভাবে বালু উত্তোলনের সিন্ডিকেটের বেপরোয়া তান্ডব। এদিকে রবিবার এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুকুরিয়া ইউপির তেচ্ছি পাড়া অংশে সরেজমিনে গিয়ে দেখা যায় শঙ্খ নদীর বাঁশখালী অংশে বেড়িবাঁধ ঘেষে নৌকায় ২টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এই ব্যাপারে পানি উন্নয়ন বোডের উপ-সহকারী প্রকৌশলী আবু তাহেরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শঙ্খ নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। তবে চট্টগ্রাম বন্দর থেকে অনুমতি পেলে বালু উত্তোলন করা যাবে। তবে শঙ্খ নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কারা ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে আমরা জানি না।
×