ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইরান কোয়ান্টাম ফিজিক্সে চমকপ্রদ অগ্রগতি অর্জন করছে ॥ সালেহি

প্রকাশিত: ০০:৩৫, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ইরান কোয়ান্টাম ফিজিক্সে চমকপ্রদ অগ্রগতি অর্জন করছে ॥ সালেহি

অনলাইন ডেস্ক ॥ ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান আলী আকবর সালেহি বলেছেন, কোয়ান্টাম ফিজিক্সে ইসলামি প্রজাতন্ত্র চমকপ্রদ অগ্রগতি অর্জন করছে। তিনি আরও বলেন, বিজ্ঞানের এ শাখায় ইরানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। বিজ্ঞানের এ শাখায় ইরানি তরুণদের আকর্ষণ করার লক্ষ্যে ইরানে নতুন নতুন গবেষণা কেন্দ্র এবং গবেষণাগার তৈরি করা হচ্ছে। কেবলমাত্র কোয়ান্টাম ফিজিক্স নিয়ে গবেষণার লক্ষ্যে ইরানের প্রথম বিশাল গবেষণাগার আগামী এক বছরের মধ্যে চালু করা হবে বলেও জানান তিনি। তিনি জানান, এ গবেষণাগার তৈরির কাজ দ্রুততম সময়ে শেষ করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা দিনরাত নিরলস ভাবে খেটে চলেছেন। কোয়ান্টাম প্রযুক্তির বিকাশের লক্ষ্যে ইরান নিজস্ব পরিকল্পনা প্রস্তুত করেছে। ইরানের সংসদ মজলিশে শুরাসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো এটার অনুমোদন দেয়ার পরই তা বাস্তবায়নের তৎপরতা শুরু হবে। বিশ্বের দ্রুত-বিকাশশীল কোয়ান্টাম বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলতে চায় ইরান উল্লেখ করে তিনি জানান, যোগাযোগ, চিত্রগ্রহণ এবং নতুন ধরণের কম্পিউটার এবং স্পর্শক বা সেন্সর তৈরির মতো বিজ্ঞানের নানা শাখায় কোয়ান্টাম বিজ্ঞানের প্রয়োগের জন্য কয়েকটি বিশেষজ্ঞ দলও গঠন করেছে এইওআই।
×