ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইগলু হোটেল!

প্রকাশিত: ১১:০৪, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ইগলু হোটেল!

ফিনল্যান্ডের বিলাসবহুল ভ্রমণ সংস্থা হাই এ্যান্ড ট্রাভেল উত্তর মেরুতে শুরু করতে চলেছে চলমান হোটেল যেখানে পর্যটকদের দেয়া হবে এক অনন্য অভিজ্ঞতা। যেসব পরিবেশ সচেতন পর্যটক পাঁচ রাতের জন্য এক লাখ মার্কিন ডলার খরচ করতে পারবেন শুধু তাদের জন্যই রয়েছে এই সুযোগ। উত্তর মেরুর ইগলু হোটেল তাদের অতিথিদের স্বাগত জানাবে ২০২০ সালে। প্রতি বছর শুধু এপ্রিল মাসে এই পর্যটনের সুযোগ পাওয়া যাবে। এই উদ্যোগ লাক্সারি এ্যাকশনের সিইও জেন হোনকানেনের মতে, এর বিশেষত্ব হলো এক্সক্লুসিভ আর্কটিক পর্যটন। কাঁচের এই ইগলুর ভেতরে বসেই পর্যটকরা রাতের তারা ঝলমলে আকাশ দেখতে পাবেন। উপভোগ করতে পারবেন উত্তর আলোর খেলা। দিনের বেলা হিমবাহের চারপাশে ঘুরে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলারও সুযোগ পাবেন। এরই ফাঁকে নজরে পড়তে পারে সিল, মেরুভল্লুকসহ বিভিন্ন রকমের আর্কটিক পাখি ও অন্যান্য জীবজন্তু। তবে আর্থ সায়েন্স এ্যান্ড অবজারভেশন সেন্টারের সিনিয়র গবেষক টেড স্ক্যামবোস জানিয়েছেন, এপ্রিল মাসে এখানকার তাপমাত্রা থাকে -২০ থেকে -৪০ ডিগ্রী সেলসিয়াস। তাই শুধু অর্থ থাকলেই হবে না, এই ইগলুতে দিন-রাত কাটাতে চাইলে সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে মনের জোরের। -সিএনএন
×