ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টের অবকাশের পর আজাহারুল ইসলামের আপীলের রায়

প্রকাশিত: ০৭:২৬, ১৪ সেপ্টেম্বর ২০১৯

সুপ্রীমকোর্টের অবকাশের পর আজাহারুল ইসলামের আপীলের রায়

স্টাফ রিপোর্টার॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও আলবদর কমান্ডার এটিএম আজাহারুল ইসলামের মৃত্যুদন্ড থেকে খালাস চেয়ে আপীলের রায় অবকাশের পর ঘোষণা করা হতে পারে । রাষ্ট্রপক্ষ এমনই আশাবাদ ব্যাক্ত করেছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া দন্ডের বিরুদ্ধে আরো ৩০টি মামলা আপীল শুনানি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এটিএম আজাহারুল ইসলামের মামলাটি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষনার জন্য ১০ জূলাই সিএভি (অপেক্ষমান) রাখা হয়। এ প্রসঙ্গে ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জনকন্ঠকে বলেন , আশা করছি সুপ্রীমকোর্টের অবকাশের পর এ মামলাটির রায় ঘোষণা হতে পারে। অবকাশ শেষে ১৩ অক্টোবর সুপ্রীমকোর্ট খুলবে। খোলার পর হয়তো আমরা এ রায়টি পাবো বলে আশা করছি। এদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাইবান্ধার রঞ্জু মিয়া সহ পাঁচ রাজাকারের রায় যে কোন দিন ঘোষণা করা হবে। রায় ঘোষনার জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২১ জুলাই চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ এ আদেশ প্রদান করেছেন। এটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৪০ তম রায়। অন্যদিকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে রংপুর জেলা আলবদর বাহিনীর কমান্ডার এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদন্ড প্রদান করে ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগের মধ্যে হত্যা-গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, আটক, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ৫টি অভিযোগই প্রমানিত হয়।এর মধ্যে ৩টি অভিযোগে ফাঁসি , ২টিতে ৩০ বছরের কারাদন্ড ও একটিতে অভিযোগ প্রমানিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে। চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ এ রায় ঘোষনা করেন। ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপীল করেন আজহারুল ইসলাম। সুপ্রীমকোর্টের আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা এ আপীল করেন। আপীলে খালাস চান তিনি। মোট ৯০ পৃষ্ঠার আপীলে খালাসের পক্ষে ১১৩টি যুক্তি তুলে ধরা হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট আপীল বেঞ্চ এ রায় ঘোষনা করবেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো: নুরুজ্জামান। একই বেঞ্চে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মুত্যুদন্ডপ্রাপ্ত জাতীয় পাটির সাবেক কৃষিপ্রতিমন্ত্রী কায়সার বাহিনীর প্রধান সৈয়দ মোহাম্মদ কায়সারের আপীল শুনানি শুরু হয়েছে। এ মামলাটিও অবকাশের পর পুনরায় কার্যতালিকায় আসবে বলে জানা গেছে। আপীল বিভাগে এটিএম আজহারুল ইসলামের মামলাটি হবে অষ্টম মামলা। এর আগে আপীল বিভাগে ৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এই সাতটি মামলার মধ্যে ৬ জনের মৃত্যুদন্ড বহাল রাখা হয় ।যার মধ্যে রয়েছেন জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ , বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ও জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর হয়েছে। আপীল বিভাগের আরেক রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়েছে। শুনানি চলার মধ্যেই মুক্তিযুদ্ধকালীন জামায়াত আমির গোলাম আযম ও বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের মৃত্যু হওয়ায় তাদের আপীলের নিষ্পত্তি হয়ে গেছে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দন্ডের বিরুদ্ধে আরো ৩০ জন উচ্চ আদালতে আপীল করেছেন। যার মধ্যে রয়েছেন , জামায়াতে ইসলামের নায়েবে আমির আ¦দুস সুবহান , জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম, জাপার সাবেক মন্ত্রী সৈয়দ মো:কায়সার , আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত নেতা মোবারক হোসেন , জাপার সাবেক সাংসদ আব্দুল জব্বার ,চাপাইনবাবগজ্ঞের রাজাকার মাহিদুর রহমান , বাগেরহাটের সিরাজুল হক সিরাজ মাষ্টার, থান মো: আকরাম হোসেন , পটুয়াখালীর ফোরকান মল্লিক , নেত্রকোনার ওবায়দুল হক তাহের ,আতাউর রহমান ননী , হবিগজ্ঞের মজিবুর রহমান (আঙ্গুর মিয়া ) মহিবুর রহমান ওরফে বড় মিয়া , কিশোরগজ্ঞের সামসুদ্দিন আহম্মেদ , এ্যাডভোকেট শামসুল হক , জামালপুরের এস এম ইউসুফ হোসেন , বিল্লাল হোসেন , মো:মোসলেম প্রধান ,মো: আ¦দুল লতিফ ,ইউসুফ আহম্মেদ , মো: আমির আহম্মেদ ওরফে আমীর আলী, মো:জয়নাল আবেদীন , মো: আব্দুল কুদ্দুস,হামিদুর রহমান আজাদ ,এ গনি ওরফে এ গনি হালদার , মো: আকমল আলী তালূকদার, মো: ইসহাক সিকদার। ২০১০ সালের ২৫ মার্চ পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার কথা বিবেচনা করে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ নামে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। মামলা কমাতে ট্রাইব্যুনাল একটি করা হয়েছে। এ পর্যন্ত ট্রাইুব্যুনালে ৩৯টি মামলার রায় ঘোষনা করা হয়েছে।
×