ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবলে মোহামেডান ও রাসেলের জয়

প্রকাশিত: ১৩:৫৫, ৭ জুলাই ২০১৯

বিপিএল ফুটবলে মোহামেডান ও রাসেলের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে (বিপিএল) আগের মোকাবেলায় গোলশূন্য ড্র হলেও ফিরতি মোকাবেলায় জয় কুড়িয়ে নিয়েছে সর্বাধিক ১৯ বারের শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শনিবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ২-০ গোলে। বিজয়ী দলের জাপানি মিডডিফল্ডার উরইয়ু নাগাতা (৬৬ মিনিটে পেনাল্টি থেকে) এবং মালি ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে (৭২) মিনিটে গোল দুটি করেন। নিজেদের অষ্টাদশ ম্যাচে এটা মোহামেডানের চতুর্থ জয়। ১৭ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের নবম স্থানে। পক্ষান্তরে নিজেদের উনবিংশ ম্যাচে এটা চট্টগ্রাম আবাহনীর সপ্তম হার। ২২ পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠ স্থানে। একইদিনে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে একবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ২-১ গোলে হারায় তিনবারের শিরোপাধারী শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডকে। বিজয়ী দলের বিপলু আহমেদ (২২ মিনিটে) ও খালেকুর জামান (৪০) এবং বিজিত দলের সলোমন কিং কানফর্ম (গাম্বিয়ান ফরোয়ার্ড, ২৬ মিনিটে পেনাল্টি থেকে) ১টি আগের মোকাবেলায় দু’দলের লড়াই পর্যবসিত হয়েছিল গোলশূন্য ড্রতে। নিজেদের অষ্টাদশ ম্যাচে এটা রাসেলের দ্বাদশ জয়। ৩৯ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। পক্ষান্তরে উনবিংশ ম্যাচে অষ্টম হারে ২১ পয়েন্ট নিয়ে জামাল আছে সপ্তম স্থানে।
×