ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে আমদানি নিষিদ্ধ সিগারেটসহ যাত্রী আটক

প্রকাশিত: ১০:২৩, ৭ জুলাই ২০১৯

 শাহজালালে আমদানি নিষিদ্ধ সিগারেটসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেটসহ নজরুল ইসলাম (৩৪) নামে এক যুবককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শনিবার সকাল ছয়টায় আগমনী ক্যানোপি-১ থেকে তাকে আটক করা হয়। আর্মড পুলিশ জানায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফেনাইকুনা গ্রামের মৃত হোসেন মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম। কুয়েত এয়ারের একটি ফ্লাইটে ( কে ইউ ২৮৩) ভোরে তিনি ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে আগমনী ক্যানোপি-১ এ অবস্থান নেয় আর্মড পুলিশের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৩৭৩ কার্টন ইজি স্পেশাল গোল্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেট তিনি দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেছেন। আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন শিমুল বলেন, আটক নজরুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রেনে কাটা পড়ে নিহত ॥ খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ইমরান নামের এক পথচারী। শনিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ঢাকার নবাবগঞ্জের মোহাম্মদ আলীর ছেলে। বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার হোসেন জানান, খিলক্ষেত ফ্লাইওভারের নিচে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইমরান। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম-ঠিকানা জানা গেছে। বাস চাপায় ট্রাফিক পুলিশ নিহত ॥ যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোঃ খাইরুল (৩০) নামের এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। নিহত খাইরুল ট্রাফিক পুলিশের এএসআই বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক পূর্ব) মুহাম্মদ কামরুজ্জামান জানান, রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস খাইরুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাদক সেবন ও বিক্রির দায়ে গ্রেফতার ৬৩ ॥ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
×