ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, ভবন ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ১০:২৩, ৭ জুলাই ২০১৯

 ক্যালিফোর্নিয়ায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, ভবন ক্ষতিগ্রস্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ভূমিকম্পে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার অঙ্গরাজ্যটির দক্ষিণাঞ্চলে হওয়া ওই ভূমিকম্পটি ৭ দশমিক ১ মাত্রার ছিল বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলোজিক্যাল এজেন্সিও ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ১ ছিল বলে জানিয়েছে। খবর সিএনএন ও ইয়াহু নিউজের। এ ভূমিকম্পটি সবচেয়ে বেশি অনুভূত হয়েছে লস এ্যাঞ্জেলেস থেকে ২০২ কিলোমিটার উত্তরপূর্বে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের প্রান্তবর্তী রিজক্রেস্ট শহরে। ভূমিকম্পটির উপকেন্দ্র এ শহরটির প্রায় ১৮ কিলোমিটার উত্তরপূর্বে ছিল বলে জানিয়েছে ইউএসজিএস। ভূমিকম্পের পর রিজক্রেস্টে কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে কার্ন কাউন্টির মুখপাত্র মেগান পারসন জানিয়েছেন।
×