ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আলাস্কার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা

প্রকাশিত: ১০:২০, ৭ জুলাই ২০১৯

আলাস্কার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে সেখানকার সাধারণ মানুষের জীবন। এ্যাঙ্কোরেজ শহরে সর্বোচ্চ ৩২ ডিগ্রী (৯০ ফারেনহাইট) সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া অধিদফতর। শনিবার (৬ জুলাই) মার্কিন আবহাওয়া অধিদফতরের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর আগে ১৯৬৯ সালের ১৪ জুন শহরটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। খবর সিএনএন ও বিবিসির। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এক টুইটার বার্তার মাধ্যমে বৃহস্পতিবার (৪ জুলাই) আলাস্কায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া অধিদফতর। এর আগে সেখানকার রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রী (৮৫ ফারেনহাইট) সেলসিয়াসের নিচে। বছরের এ সময়ে আলাস্কায় গড় তাপমাত্রা থাকে সাধারণত ১৮ ডিগ্রী সেলসিয়াস। আলাস্কার ইতিহাসে সর্বোচ্চ এ তাপমাত্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে সেখানকার জনজীবন। যেখানে বছরের এ সময়ে স্থানীয়রা জ্যাকেট পরে টুপি মাথায় দিয়ে থাকে সেখানে এবার রীতিমতো সানস্ক্রিন দিয়ে ঘর থেকে বের হতে হচ্ছে। এ বছরের বসন্তে দেশটির তাপমাত্রায় এত উষ্ণতা ছিল যে তখনই সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হয়েছিল। বিশেষ করে অঙ্গরাজ্যের যে অংশটুকু আর্কটিক জোনের (সুমেরু অঞ্চলের) অংশ, সেখানকার জলবায়ু অনেক ওঠা-নামা করায় এ ধারণা করা হয়েছিল। আলাস্কার তাপমাত্রা সেখানকার অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। এছাড়া স্থানীয় বন্যপ্রাণীরাও এর প্রভাবের বাইরে নয় বলেও জানিয়েছিলেন তারা। বিজ্ঞানীদের মতে, আলাস্কার জলবায়ুর এ পরিবর্তনে সেখানকার কয়েক হাজার পাফিনের (এক ধরনের সামুদ্রিক পাখি) মৃত্যু হতে পারে। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের তাপমাত্রা বাড়বে। এতে অনেক মাছই উত্তরের দিকে চলে যাবে। এসব মাছই পাফিনের মূল খাবার। তাই এসব মাছ চলে গেলে না খেতে পেয়ে পাফিনগুলোর মৃত্যু হবে।
×