ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্ট্যাচু অব লিবার্টির আদলে নির্মাণ করা হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য

প্রকাশিত: ১০:১৮, ৭ জুলাই ২০১৯

  স্ট্যাচু অব লিবার্টির আদলে নির্মাণ করা হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য

রশিদ মামুন ॥ স্ট্যাচু অব লিবার্টির আদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ থেকে শুরু করে প্রাথমিক পর্যায়ের শতভাগ শিশুকে বাংলা ইংরেজী পঠনে দক্ষ করে গড়ে তোলা হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন হবে আগামী বছর। জন্মশতবার্ষিকী ঘিরে মন্ত্রণালয়গুলো পৃথক পৃথক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনাতে এসব কথা বলা হয়েছে। বাংলাদেশের স্থপতি মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে বছরটিকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয়গুলো এসব কর্মসূচী বাস্তবায়নে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করেছে। মন্ত্রণালয়গুলোর তরফ থেকে সুপারিশ করা হয়েছে সুদূরপ্রসারী তাৎপর্য রয়েছে এরকম দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণ করার জন্য। মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে তাদের পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিতে শুরু করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ এবং ‘জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনে বাস্তবায়ন কমিটির অফিস স্থাপন করা হয়েছে। গত ২০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে উভয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ৮ এপ্রিল এবং ২ মে বাস্তবায়ন কমিটি তাদের কার্যালয়ে বৈঠক করেছে। এছাড়া জন্মশতবার্ষিকী উদযাপনে আরও ৮ উপকমিটি করা হয়েছে। তবে মন্ত্রণালয়গুলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে নিজেদের পরিকল্পনা তুলে ধরে গত ১২ মে আরও একটি বৈঠক করে। ওই বৈঠকের কার্যপত্রে আগামী বছর ঘিরে তাদের পরিকল্পনার কথা তুলে ধরে। যাতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে বাস্তবভিত্তিক কর্মসূচী নেয়ার কথা উল্লেখ করা হয়। এতে যে পরিকল্পনা তুলে ধরা হয় এরমধ্যে সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে স্ট্যাচু অব লিবার্টির আদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের প্রস্তাব রয়েছে গণপূর্ত মন্ত্রণালয়ের। এ কাজে দেশ সেরা ভাস্করদের সম্পৃক্ত করার পক্ষে মত দিয়েছে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়। জন্মশতবার্ষিকী উদযাপনের সঙ্গে জাতিসংঘ এবং ইউনেস্কোকে সম্পৃক্ত করার বিষয়ে মত দিয়েছেন মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান। জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনসহ ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বঙ্গবন্ধুর দেয়া বাংলা ভাষণের ঐতিহাসিক ঘটনাকে উদযাপন কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হবে। সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কারিকুলাম প্রণয়ন করা হবে। শান্তি এবং উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শন নিয়ে গবেষণা করা হবে। বাংলাদেশ লোক প্রশাসন এবং প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধুর নামে নির্মিতব্য একটি একাডেমিক ভবন আগামী বছর ১৭ মার্চ উদ্বোধন করা হবে। বলা হচ্ছে এক দিনের মধ্যে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানকে আটকে না রেখে বছরব্যাপী তা ছড়িয়ে দিতে হবে। এজন্য বঙ্গবন্ধু কৃষির উন্নয়নের জন্য যেসব প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন সেসব প্রতিষ্ঠানের নিজস্ব আয়োজনের সঙ্গে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষিবিদ ইনস্টিটিউশনের আয়োজনের সঙ্গে কর্মসূচীর সমন্বয় করার কথাও বলা হচ্ছে। প্রতিবছর মার্চে প্রাথমিক স্কুল পর্যায়ে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা গোল্ডকাপ জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের সঙ্গে সমন্বয় করা হবে। একই সঙ্গে প্রাথমিক পর্যায়ের শতভাগ শিশুকে বাংলা ইংরেজীতে দক্ষ করে গড়ে তোলা হবে। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। আগামী বছর শিশু দিবসের অনুষ্ঠানকে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পালন করবে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তরফ থেকে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে যাতে স্থানীয়ভাবে চাঁদাবাজি এবং দুর্নীতি না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকতে বলা হয়েছে।
×