ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দশ অবাঙালীকে পুড়িয়ে হত্যা

কালশীর ঘটনায় পাঁচ বছরেও কেউ গ্রেফতার হয়নি

প্রকাশিত: ১১:৪২, ১৫ জুন ২০১৯

  কালশীর ঘটনায় পাঁচ বছরেও কেউ গ্রেফতার হয়নি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার পল্লবীর কালশীতে বিহারি ক্যাম্পে উর্দুভাষী দশ অবাঙালীকে পুড়িয়ে হত্যার সঙ্গে জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন করেছে উর্দুু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম) নামের একটি সংগঠন। শুক্রবার ছিল ঘটনার পাঁচ বছর পূর্তি। হত্যাকা-ের সঙ্গে জড়িতরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে মানববন্ধন থেকে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউএসপিওয়াইআরএম এর সভাপতি সাদাকাত খান ফাক্কু বলেন, কালশীতে দখলের উদ্দেশে একটি বিহারি পরিবারের নয় সদস্যকে ঘরে তালা মেরে পুড়িয়ে হত্যা করা হয়। আগুন নেভাতে গেলে পুলিশের গুলিতে একজন নিহত হয়। শুক্রবার ঘটনার পাঁচ বছর পূর্ণ হয়েছে। এর স্পষ্ট ভিডিও ফুটেজ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়া হলেও আজ পর্যন্ত একজনও গ্রেফতার হয়নি। তিনি ঘটনার সঠিক তদন্ত দাবি করেন। সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু বলেন, ওই হত্যাকান্ডে সুষ্ঠু তদন্ত না হলে প্রকৃত খুনীদের শাস্তি হবে না। ওই হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার পিবিআইকে দেয়া হউক। মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাজির ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সালাউদ্দিন, বিডিআরএম সভাপতি ওয়াসি আলম বশিরও ইউএসপিওয়াইআরএম’র যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন।
×