ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে বাফার গোডাউনের স্থান নিয়ে চলছে টানাহেঁচড়া

প্রকাশিত: ১০:০৪, ১৫ জুন ২০১৯

রংপুরে বাফার গোডাউনের  স্থান নিয়ে  চলছে টানাহেঁচড়া

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৪ জুন ॥ সরকার রংপুর জেলায় বিসিআইসির মাধ্যমে ২০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন সার গোডাউন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে; যা রংপুর সিটি কর্পোরেশনের ভেতরে একটি বাফার গোডাউন করার জন্য একনেকে অনুমোদনও দেয়া হয়েছে। কিন্তু, বাফার গোডাউন কোথায় নির্মাণ করা হবে এ নিয়ে চলছে টানাহেঁচড়া। জেলার প্রভাবশালী নেতারা নিজ নিজ এলাকায় বাফার গোডাউন স্থাপনের জন্য জোর লবিং চালাচ্ছেন। এ নিয়ে কৃষক ও সার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, ব্যক্তিস্বার্থে নয়, কৃষক ও সার ব্যবসায়ীদের স্বার্থে জেলার আটটি উপজেলার মাঝামাঝি কোন স্থানে গোডাউন স্থাপন করতে হবে যেখানে সহজ যোগাযোগ ও পরিবহন সুবিধা থাকবে। কৃষক ও সার ব্যবসায়ীদের অভিযোগ, ব্যক্তিগত সুবিধার জন্য জেলার মধ্যবর্তী রংপুর সিটি কর্পোরেশনের ভেতরে নির্মাণ না করে ৪০ কিলোমিটার দূরে মিঠাপুকুর উপজেলার বৈরাতীতে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ)রংপুর জেলা ইউনিট গত বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এনামুল হাবীব এবং সদস্য সচিব ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালকসহ বিভিন্ন দফতর বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে তারা রংপুর সদর উপজেলার ১৫ নং ওয়ার্ডের দর্শনা পাহাড়ী মৌজায় বাফার গোডাউন নির্মাণের দাবি জানিয়েছেন। তারা বলেন, এলাকাটি রংপুর জেলার ৮ উপজেলার মধ্যবর্তী ঢাকা-রংপুর বিশ্বরোড সংলগ্ন স্থানে অবস্থিত। কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং তাজহাট থানাও এর খুব কাছাকাছি। কাজেই, উপজেলাগুলো থেকে দূরত্ব, যোগাযোগ ও নিরাপত্তা সুবিধা বিবেচনায় বাফার গোডাউন নির্মাণের জন্য এটি সবচেয়ে উপযুক্ত। বিএফএ রংপুর জেলা ইউনিটের সভাপতি আব্দুল কাশেম বলেন, বিসিআইসি কর্তৃক রংপুর জেলায় সার সংরক্ষণ ও আপৎকালীন সার বিপণনের জন্য ২০ হাজার মেঃ টন ধারণ ক্ষমতাসম্পন্ন বাফার গোডাউন নির্মাণের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের ভেতরে জমিও দেখা হয়ে গেছে। রংপুরের ৮ উপজেলার কেন্দ্রস্থল হলো রংপুর সিটি এলাকা। গোডাউনটি রংপুর সিটির বাইরে একটি উপজেলার ভেতরে নিয়ে গেলে তা অন্যান্য ৭টি উপজেলার কৃষকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। বিএফএ রংপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন ম-ল মওলা জানান, একটি কুচক্রি মহল ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এটিকে রংপুর সিটি কর্পোরেশনের ভেতরে হতে না দিয়ে ৪০ কিলোমিটার দূরে মিঠাপুকুর উপজেলার বৈরাতীতে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করেছে যা কৃষকদের ভোগান্তির কারণ হবে। কিছুতেই তা হতে দেয়া হবে না বলে তিনি জানান। তিনি আরও জানান, সার গোডাউন রংপুর সিটি কর্পোরেশনের ভেতরে নির্মাণের জন্য বাণিজ্যমন্ত্রী টিপু একটি ডিও লেটার দিয়েছেন। বিএফএ রংপুর জেলা ইউনিটের সাধারণ সভা করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)’র চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। জবাবে চেয়ারম্যান বলেছেন, জনগণের স্বার্থ, কৃষকের স্বার্থ যেখানে সংরক্ষণ হবে, যেখান থেকে সুষ্ঠু সার বণ্টন সম্ভব হবে, সেখানেই হবে। এ সময় বিএফএ রংপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা প্রশাসক এনামুল হাবীব জানান, সারা দেশে সার সংরক্ষণ ও আপৎকালীন সার বিপণনের জন্য ২০ হাজার মেঃ টন ধারণ ক্ষমতাসম্পন্ন ৩৪টি বাফার গোডাউন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে কৃষিনির্ভর অঞ্চল হিসেবে অগ্রাধিকারের ভিত্তিতে রংপুরেও একটি গোডাউন নির্মাণ করা হবে। গোডাউন নির্মাণের জন্য একাধিক সাইট দেখা হয়েছে। ব্যবসায়ী ও কৃষকের সুবিধা বিবেচনা করেই সাইট সিলেকশন করা হবে।
×