ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যানেলের ঈদ আয়োজন

প্রকাশিত: ১১:৫৬, ৪ জুন ২০১৯

 চ্যানেলের ঈদ আয়োজন

এটিএন বাংলার ১০ দিনের আয়োজন : ঈদের দিন সকাল ৮-৩০ বিশেষ নাটক ‘নূরুল আলমের বিয়ে’, ১০-২০ চলচ্চিত্র ‘হিরো দ্য সুপার স্টার’, সন্ধ্যা ৬টায় নাটক ‘তুমি আমারই’, ৭-৩০ নাটক ‘গল্পটি শেষ হয়নি’ রাত ৮-৩০ নাটক ‘ভুল ভাঙ্গাতে ভুল করা’, ৯-৩০ নাটক ‘প্রেমের দুষ্টচক্র’, ১১-৩০ টেলিফিল্ম ‘বাও বাতাস’। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০-২০ চলচ্চিত্র ‘আরো ভালবাসবো তোমায়’, বেলা ২-২০ সেলিব্রেটি শো ‘স্টার ক্যানভাস’, ৩টায় চলচ্চিত্র ‘দাগ হৃদয়ে’, ৬টায় নাটক ‘ম্যাজিক মজনু’, ৮-৩০ নাটক ‘দ্য টেইলর’, ১০-৩০ ম্যাগাজিন ‘ঈদের বাজনা বাজেরে’, ১১-৩০ টেলিফিল্ম ‘রোমিও’। ঈদের তৃতীয় দিন ৮-৩০ নাটক ‘শওকত সাহেবের গাড়ি কেনা’, ১০-২০ চলচ্চিত্র ‘প্রিয়া আমার জান’, সন্ধ্যা ৬টায় নাটক ‘ভেজা মাটির ঘ্রাণ’, ৮-৩০ নাটক ‘কয়েদী নং ৩৭০’, ১১-৩০ টেলিফিল্ম ‘ডোনার’। ঈদের চতুর্থ দিন সকাল ৮-৩০ নাটক ‘মন্ত্র মজনু’, ১০-২০ চলচ্চিত্র ‘সোনা বন্ধু’, সন্ধ্যা ৬টায় নাটক ‘ফালতু’, রাত ৮টায় নাটক ‘ভাবী ভাল না’, ৮-৩০ নাটক ‘টান’, ১১-৩০ টেলিফিল্ম ‘ডাবল বিয়ে’। ঈদের পঞ্চম দিন সকাল ৮-৩০ নাটক ‘রোমিও জুলিয়েট’, সকাল ১০-২০ চলচ্চিত্র ‘মা আমার স্বর্গ’, ৬টায় নাটক ‘লাইভ টেলিকাস্ট’, রাত ৮-৩০ নাটক ‘তোমার জন্য আমি’, ১১-৩০ টেলিফিল্ম ‘আমাদের কা-কারখানা’। ঈদের ষষ্ঠ দিন সকাল ৮-৩০ নাটক ‘নীল কুয়াশায়’, ১০-২০ চলচ্চিত্র ‘লোভে পাপ পাপে মৃত্যু’, সন্ধ্যা ৬টায় নাটক ‘বেদের মেয়ে’, রাত ৮-৩০ নাটক ‘রেডিও ভালোবাসা’, ১১-৩০ টেলিফিল্ম ‘কষ্টের স্বর্গ’। ঈদের সপ্তম দিন সকাল ১০-২০ চলচ্চিত্র ‘ঢাকা এ্যাটাক’, সন্ধ্যা ৬টায় নাটক ‘নাম প্রকাশে অনিচ্ছুক’, ৮-৩০ নাটক ‘জামাই জব্দ’, ১১-৩০ টেলিফিল্ম ‘কোটি টাকার আবদার’। ঈদের অষ্টম দিন সকাল ৮-৩০ নাটক ‘বুমেরাং’, ১০-২০ চলচ্চিত্র ‘সুইট হার্ট’, রাত ৮-৩০ নাটক ‘ভুল প্রেম’, ১০-৩০ মারিয়া চৌধুরীর একক সঙ্গীতানুষ্ঠান ‘বেবী ডল’, ১১-৩০ টেলিফিল্ম ‘ক্লাসমেট’। ঈদের নবম দিন সকাল ১০-২০ চলচ্চিত্র ‘নিষ্পাপ মুন্না’, বেলা ২-২০ নৃত্যানুষ্ঠান ‘আর্ট অব ডান্স’, রাত ৮-৩০ নাটক ‘চশমা মালেক’, ১০-৩০ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ক্যানকা কমেডি আওয়ার’। ঈদের দশম দিন সকাল ৮-৩০ নাটক ‘অপুর একদিন’, ১০- ২০ চলচ্চিত্র ‘দেহরক্ষী’, রাত ৮-৩০ নাটক ‘শেষ গল্পটা’, ১০-৩০ ম্যাগাজিন অনুষ্ঠান ‘রাজার অতিথি’। চ্যানেল আইয়ের ৮ দিনের আয়োজন : ঈদের আগের দিন সন্ধ্যা ৬-১০ নাটক ‘জয় হলো জয়দেবপুরে’, ৭-৫০ নাটক ‘বাইশ গজের ভালোবাসা’, ১১-৫০ ‘সেলিব্রেটি আড্ডা’। ঈদের দিন সকাল ৯-৪৫ শোলাকিয়া ঈদ জামাত সরাসরি, ১১-৩০ চলচ্চিত্র ‘আলোয় ভুবন ভরা’, ২-৩০ চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’, রাত ৭-৪০ নাটক ‘বামদিক থেকে চলুন’, ৯-৩৫ নাটক ‘আবার যদি দেখা হয়’, ১২টায় ম্যাগাজিন ‘ভালবাসার বাংলাদেশ’। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০-১৫ চলচ্চিত্র ‘জান্নাত’, বেলা ২-৩০ টেলিফিল্ম ‘তাহার সহিত বসবাস’, রাত ৭-৪০ নাটক ‘মমি’, ৯-৩৫ নাটক ‘অবাক মেঘের বাড়ি’। ঈদের তৃতীয় দিন সকাল ১০-১৫ চলচ্চিত্র ‘ভালবাসার উত্তাপ’, বেলা ২-৩০ টেলিফিল্ম ‘তোমারি প্রেমে প্রতিদিন’, ৭-৪০ নাটক ‘সংযোগ বিচ্ছিন্ন’, ৯-৩৫ নাটক ‘লোলিটা’। ঈদের চতুর্থ দিন সকাল ১০-১৫ চলচ্চিত্র ‘স্বামী হারা সুন্দরী’, বেলা ২-৩০ টেলিফিল্ম ‘বুকভরা ভালবাসা’, ৭-৪৫ নাটক ‘পাপের কাঁটা’, ৯-৩৫ নাটক ‘মায়েরা পাখির মত হয়’। ঈদের পঞ্চম দিন সকাল ১০-১৫ চলচ্চিত্র ‘নামতা’, বেলা ২-৩৫ টেলিফিল্ম ‘পক্ষ-বিপক্ষ’, ৭-৪৫ নাটক ‘শুভ্রা তোমার জন্য’, ৯-৩৫ নাটক ‘বেগুনী পাঞ্জাবি’। ঈদের ষষ্ঠ দিন সকাল ১০-১৫ চলচ্চিত্র ‘ব্ল্যাক মানি’, ২-৩০ টেলিফিল্ম ‘হাসির পাত্র’, ৭-৪৫ নাটক ‘মাই নেম ইজ জনি’, রাত ৯-৩৫নাটক ‘পরীর সাথে বিয়ে’। ঈদের সপ্তম দিন সকাল ৮-৩০ বিশেষ ‘তৃতীয় মাত্রা’, সন্ধ্যা ৬-১০ নাটক ‘জয় হলো জয়দেবপুরে’, ৭-৪৫ টেলিফিল্ম ‘চুল তার কবেকার’। এনটিভির ৭ দিনের আয়োজন : ঈদের আগের দিন সকাল ৯টায় বিশেষ নাটক ‘সুরের বাঁধন’, সকাল ১০টায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সিলন মিউজিক লাউঞ্জ’, ঈদের দিন সকাল ৯টায় নাটক ‘ক্লিক ক্লিক’, ১০-০৫ চলচ্চিত্র ‘ওয়ার্নিং’, বেলা ২-৩০ টেলিফিল্ম ‘এক হৃদয়হীনা’, বেলা ৫-১৫ শিশুতোষ ম্যাগাজিন ‘আকাশ ভরা তারা’, সন্ধ্যা ৬-১০ ধারাবাহিক নাটক ‘রং চা’, ৬-৪৫ ধারাবাহিক নাটক ‘সৌদি গোলাপ’, রাত ৮-০৫ নাটক ‘আমার হাতটা একটু ধরো’, ৯-০৫ নৃত্যানুষ্ঠান ‘ডান্স ডান্স’, ৯-৪৫ নাটক ‘মতলব’, ১১-১০ নাটক ‘ভাই, পারলে মাফ করবেন’। ঈদের দ্বিতীয় দিন রাত ৮-৩০ কমেডি শো রঙ্গ ব্যঙ্গ’, ১০-০৫ চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’, বেলা ২-৩০ টেলিফিল্ম ‘২২ শে এপ্রিল’, ৮-০৫ নাটক ‘ইতি তোমার হিচকক’, ১১-১০ নাটক ‘শিশির বিন্দু’। ঈদের তৃতীয় দিন সকাল ৮টায় সঙ্গীতানুষ্ঠান ‘অনলাইন ভাইব্রেশন’, ৮-৩০ গেম শো ডিরেক্টর ভার্সেস এক্টর, ৯টায় নাটক ‘পবিত্র প্রেম’, ১০-০৫ চলচ্চিত্র ‘আমার বুকের মধ্য খানে’, বেলা ২-৩০ টেলিফিল্ম ‘মিস শিউলি’, বেলা ৫-১৫ হৈমন্তী শুক্লার একক সঙ্গীতানুষ্ঠান ‘সুরের আকাশ’, ৮-০৫ নাটক ‘সুইটজারল্যান্ড’। ঈদে চতুর্থ দিন সকাল ৮টায় সেলিব্রেটি আড্ডানুষ্ঠান ‘হানিমুন’, ৮-৩০ সঙ্গীতানুষ্ঠান নাটকে ও গানে, ১০-০৫ চলচ্চিত্র ‘টাকা’, বেলা ২-২০ টেলিফিল্ম ‘মোহজাল’, রাত ৮-০৫নাটক ‘খুব গোপনে’, ১১-১০ নাটক ‘শরীফের কথা’। ঈদের পঞ্চম দিন রাত ৯টায় নির্বাচিত নাট্যসপ্তক ‘সূর্যাস্তের আগে’, ১০-০৫ চলচ্চিত্র ‘ভালবাসার লাল গোলাপ’, বেলা ২-৩০ টেলিফিল্ম ‘বার্ডস আই’, ৫-১৫ ট্রিবিউট স্মৃতিতে আহমেদ ইমতিয়াজ বুলবুল, রাত ৮-০৫ নাটক ‘মাধবীলতা’, ১১-১০ নাটক ‘ফিরে তাকাও’। ঈদের ষষ্ঠ দিন সকাল ১০-০৫ চলচ্চিত্র ‘ডাক্তার বাড়ি’, বেলা ২-৩০ টেলিফিল্ম ‘শেষ বিকেলের মেয়ে’, রাত ৮-০৫ নাটক ‘ভালবেসে অবশেষে’, ৯-০৫ স্ট্যান্ডাপ কমেডি ‘হাসতে নাকি নেইকো মানা’। ঈদের সপ্তম দিন সকাল ৮-৩০ সুবীর নন্দীর একক সঙ্গীতানুষ্ঠান ‘দি লিজেন্ড’, ১০-০৫ চলচ্চিত্র ‘অন্তরে আছো তুমি’, বেলা ২-২০ টেলিফিল্ম ‘দোস্ত দুশমন’, রাত ৮-০৫ নাটক ‘প্রস্থান’, ১১-১০ নাটক ঘরে বাইরে। আরটিভির ৮ দিনের ঈদ আয়োজন : ঈদের আগের দিন রাত ৮-৩০ মিনিটে একক নাটক ‘ফানিমুন’। ৯-৩০ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘ক্লাব এশিয়া’। ঈদের দিন সকাল ১০-৪০ চলচ্চিত্র জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার, বেলা ২-১০ মিনিটে চলচ্চিত্র ‘ওয়ার্নিং’, সন্ধ্যা ৬টায় ধারাবাহিক নাটক ‘মিস্টার অজুহাত’, ৭-১০ নাটক ‘ধামাকা অফার’, ৮-৩৫ একক নাটক ‘মামুন মামা’, ৯-৪০ নাটক ‘তালমিছরি? না হাওয়াই মিঠাই’, ১০টায় একক নাটক ‘শেষের অপেক্ষায়’, ১১-৫০ টেলিফিল্ম : আনোয়ার দি প্রোডাকশন বয়। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০-৪০ চলচ্চিত্র ‘খোদার পরে মা’, বেলা ২-১০ চলচ্চিত্র ‘মাই নেম ইজ সুলতান’, রাত ৮-৩৫ একক নাটক ‘ময়ূরী শক দেয়’, রাত ১০টায় একক নাটক ‘বেয়াইন সাব’, ১১-৫০ টেলিফিল্ম ‘ছেলেটা একটু অন্য রকম’। ঈদের তৃতীয় দিন সকাল ১০-৪০ মিনিটে চলচ্চিত্র ‘ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া’, বেলা ৫-২০ সঙ্গীতানুষ্ঠান ‘আড্ডা গানে ঈদ’, রাত ৮-৩৫ একক নাটক ‘যমজ ১১’, ১০টায় নাটক ‘বাবুলের শুভ বিবাহ’, ১১-৫০ টেলিফিল্ম ‘ঝিঁঝিঁ পোকার কান্না’। ঈদের চতুর্থ দিন ১০-৪০ চলচ্চিত্র ‘ফুল এ্যান্ড ফাইনাল’, রাত ৮-৩৫ একক নাটক ‘বিসিএস বক্কর’, রাত ১০টায় একক নাটক ‘আরেকটুক্ষণ বসো’, ১১-৫০ টেলিফিল্ম কাছে দূরে। ঈদের পঞ্চম দিন সকাল ১০-৪০ চলচ্চিত্র ‘প্রেম মানে না বাধা’, রাত ৮-৩৫ একক নাটক ‘লোফার’, ১০টায় নাটক ‘ফার্মগেট’, ১১-৫০ টেলিফিল্ম ‘পাগলে পাহাড় কিনবে’, ঈদের ষষ্ঠ দিন সকাল ১০-৪০ চলচ্চিত্র ‘সাহেব নামে গোলাম’, বেলা ৫-২০ টক শো ‘রাজনীতির ছন্দে ঈদ আনন্দে’, রাত ৮-৩৫ নাটক ‘এই শহরে ভালোবাসা নেই’, ১০টায় নাটক ‘পুরনো সানগ্লাস’, ১১-৫০ টেলিফিল্ম ‘ভালোবাসায় অভিমান থাকতে নেই’। ঈদের সপ্তম দিন সকাল ১০-৪০ চলচ্চিত্র ‘প্রেমিক পুরুষ’, বেলা ৫-২০ ‘এলো খুশির ঈদ’, রাত ৮-৩৫ একক নাটক ‘বেয়াড়া বাকের’, ১০টায় নাটক ‘অচেনা মনের গলিতে’। দীপ্ত টিভির ৫ দিনের আয়োজন : ঈদ উল ফিতর উপলক্ষে দীপ্ত টিভিতে পাঁচ দিনব্যাপী থাকছে বিশেষ আয়োজন। ঈদের পাঁচ দিন ২টি করে বাংলা সিনেমা সকাল ১০টা ও দুপুর ০২টা ৩০ মিনিটে প্রচারিত হবে। আরও থাকছে ১৫টি একক নাটক ও ২টি পাঁচ পর্বের ধারাবাহিক নাটক। ঈদের প্রথম দিন সকাল ১০টায় চলচ্চিত্র ‘পুড়ে যায় মন’, সন্ধ্যা ৬টায় নাটক ‘আইজু দ্য ভাই’, রাত ৮-৩০ মিনিটে নাটক ‘মন বাসর’, রাত ১১টায় একক নাটক ‘মিড নাইট সোনাটা’। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টায় চলচ্চিত্র ‘চার অক্ষরের ভালবাসা’ সন্ধ্যা ৬টায় নাটক ‘প্রেমিকার বিয়ে-২’, সন্ধ্যা ৭টায় নাটক ‘মার ঘুরিয়ে’, রাত ৮-৩০ মিনিটে নাটক ‘যে শ্রাবণ বৃষ্টি ঝরায়’, রাত ১১টায় নাটক ‘একজন আগন্তুক’। ঈদের তৃতীয় দিন সকাল ১০টায় চলচ্চিত্র ‘সমাজকে বদলে দাও’, সন্ধ্যা ৬টায় নাটক ‘লাকি কুপন’, রাত ৮-৩০ মিনিটে নাটক ‘মেঘলা মেঘলা দিন’, রাত ১১টায় একক নাটক ‘গুগল কুসুম’। ঈদের চতুর্থ দিন সকাল ১০টায় চলচ্চিত্র ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’, সন্ধ্যা ৬টায় নাটক ‘বুমেরাং ভালবাসা’, রাত ৮-৩০ নাটক ‘হাসির পাত্র’, রাত ১১টায় নাটক ‘ছেড়া পাতার বই’। ঈদের পঞ্চম দিন সকাল ১০টায় চলচ্চিত্র ‘মায়ের অধিকার’, রাত ৮-৩০ নাটক ‘টকলেস মোখলেস’, রাত ১১টায় নাটক ‘ইন বিটু ইন লাভ’। বৈশাখী টিভির ৮ দিনের আয়োজন : ঈদের আগের দিন রাত ৮টায় নাটক ‘বাটি চালান’, ১১টায় একক নাটক ‘হোম মিনিস্টার’, ১২টায় চলচ্চিত্র ‘অন্তরে অন্তরে’। ঈদের দিন সন্ধ্যা ৬-২০ নাটক ‘নায়িকার বিয়ে-২’, রাত ৮-১০ নাটক ভাবীর দোকান, রাত ১১-৪০ চলচ্চিত্র ‘মন যেখানে হৃদয় সেখানে’। ঈদের দ্বিতীয় দিন রাত ৮-১০ মিনিটে নাটক ‘বরিশাল টু ঢাকা’, রাত ১১-৪০ চলচ্চিত্র ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় নাটক ‘নায়িকার বিয়ে-২’, রাত ৮-১০ নাটক ‘মন্টু মিয়ার মোটরসাইকেল’, ১১-৪০ চলচ্চিত্র সন্তান আমার অহঙ্কার। ঈদের চতুর্থ দিন বেলা ৫-৪৫ নাটক ‘হাই প্রেসার’, রাত ১১-৪০ চলচ্চিত্র ‘আব্বাজান’, ঈদের পঞ্চম দিন বেলা ২-২০ নাটক ‘কিড সোলায়মান-২’, ৮-১০ একক নাটক ‘লেডিস সু’, ১১-৪০ চলচ্চিত্র ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। ঈদের ষষ্ঠ দিন বেলা ২-২০ মেগা নাটক মিস আমলাপাড়া, ৮-১০ একক নাটক ‘জ্যোতিষ জাফর’, রাত ১১-৪০ চলচ্চিত্র ‘শুভ বিবাহ’। ঈদের সপ্তম দিন বেলা ২-২০ মেগা নাটক ‘চশমা পরিবার’, রাত ১১-৪০ চলচ্চিত্র ‘আমি জেল থেকে বলছি’। একুশেটিভির ৭দিনের আয়োজন : ঈদের দিন সকাল ৯-৩০ চলচ্চিত্র ‘হিরো দ্যা সুপার স্টার’, বেলা ২-৩০ কমেডি শো ‘একুশের ঈদের ঢোল’,৭-২০নাটক ‘নো অজুহাত’, রাত ৮টায় নাটক ‘একজন অস্তিত্বহীন মানুষের গল্প’, ৯-২০ নাটক ‘মিস্টার রোমিও’, ১০টায় নাটক ‘কোট পরা ভদ্রলোক’। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯-৩০ চলচ্চিত্র ‘লাভার নম্বর ওয়ান’, রাত ৮টায় নাটক ‘মেঘের বাড়ি যাব’, রাত ১১-৩০ ফোন লাইভ স্টুডিও কনসার্ট শিল্পীা ইমরান। ঈদের তৃতী দিন সকাল ৯-৩০ চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’, রাত ৮টায় নাটক ‘লেট মি ভাই’, রাত ১১-৩০ফোন লাইভ স্টুডিও কনসার্ট শিল্পীা ফাহমিদা নবী। ঈদের চতুর্থ দিন সকাল ৯-৩০ চলচ্চিত্র ‘সন্তানের মত সন্তান’, রাত ৮টায় নাটক ‘টেন্ডেস্টার’, রাত ১১-৩০ ফোন লাইভ স্টুডিও কনসার্ট, শিল্পীা মিনার। ঈদের পঞ্চম দিন সকাল ৯-৩০ চলচ্চিত্র ‘ডেয়ারিং লাভার’, রাত ৮টায় নাটক ‘মহুয়ার আন্মহণন’,রাত ১১-৩০ ফোন লাইভ স্টুডিও কনসার্ট ব্যান্ড লালন । ঈদের ষষ্ঠ দিন সকাল ৯-৩০ চলচ্চিত্র ‘জীবন মরনের সাথী’, রাত ৮টায় নাটক ‘অনেকটা সত্যি গল্পের মত’, ১০টায় নাটক ‘কোট পরা ভদ্রলোক’, ১১-৩০ ফোন লাইভ স্টুডিও কনসার্ট শিল্পীা সাব্বির ও লীজা। উপস্থাপনায় স্বাগতা। ঈদের সপ্তম দিন সকাল ৯-৩০ চলচ্চিত্র ‘ঢাকার কিং’, রাত ৮টায় নাটক ‘শবনম’, রাত ১১-৩০ ফোন লাইভ স্টুডিও কনসার্টে গাইবে শিল্পীা শাহনাজ বেলী ও ফকির সাহবুদ্দিন। চ্যানল নাইনে ছয় দিনের আয়োজন : ঈদের আগের রাত ৮টায় মিনিটে নাটক ‘আকাশ বেশি দূরে নয়’, রাত ৯টায় নাটক ‘চীলেকোঠার অতিথি। ঈদের দিন সকাল ৯টায় চলচ্চিত্র ‘ভালবাসা এমনই হয়’, বেলা ১-১৫ মিনিটে বিশেষ সেলিব্রেটি শো ‘স্টার বক্স’, বেলা ২টায় টেলিফিল্ম ‘জীবন ছবি’, বেলা ৪-৩০ মিনিটে নাটক ‘ম্যারিজ পয়েন্ট’, সন্ধ্যা ৬টায় নাটক ‘ঠিক ঠিকানা, ৭টায় নাটক ‘লাভ মিটার’, ৮টায় নাটক ‘ওপারে আকাশ’, রাত ৯ টায় নাটক ‘মুখচোরা মজনু’, ১০টায় ‘ইন্দুবালা’। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় চলচ্চিত্র ‘মহুয়া সুন্দরী’, বেলা ২টায় টেলিফিল্ম ‘রতœগর্ভা’স সন্ধ্যা ৬টায় নাটক ‘ঝুল বারান্দার প্রেম’, রাত ৮টায় নাটক ‘খুঁজছি তোমায়’। ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় চলচ্চিত্র ‘প্রিয়া তুমি সুখি হও’, বেলা ২টায় টেলিফিল্ম ‘ফ্রেন্ড উইথ বেনিফিট’, সন্ধ্যা ৬টায় নাটক ‘গরিবের সুখ মনে মনে’, রাত ৮টায় নাটক ‘তুমি ভাল থেকো’, ৯টায় নাটক ‘স্টেশন’। ঈদের চতুর্থ দিন সকাল ৯টায় চলচ্চিত্র ‘আলতাবানু’, সন্ধ্যা ৬টায় নাটক ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’, ৮টায় নাটক ‘দূরে থাকা বারণ’, ৯টায় ‘প্রেম ও পরীর গল্প’। ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় চলচ্চিত্র ‘শেষ কথা’, বেলা ২টায় টেলিফিল্ম ‘ফ্যান’, ৬টায় ‘শেষটা সুন্দর’, ৮টায় ডেস্টিনেশন, ৯টায় ‘প্রেম পাকলে বিয়ে’ রাত ১১টা চলচ্চিত্র ‘কার্তুজ’। ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টায় চলচ্চিত্র ‘সাদাকালো’, সন্ধ্যা ৬টায় নাটক ‘টু মাচ’, ৮টায় নাটক ‘ভালবাসার নিলাম, ৮টায় ‘নীল তারার গল্প’, ১১টায় চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’। মাছরাঙার আয়োজন : ঈদে আগের দিন সকাল ৯-৩০ চলচ্চিত্র ‘ঢাকার কিং’, বেলা ২-৪৫ সাবেক অধিনায়কদের অংশগ্রহণে-এক্সপার্ট প্রেডিকশন, বেলা৩-৩০ শ্রীলংকা বনাম আফগানিস্তানের খেলা। ঈদের দিন সকাল ৯-৩০ চলচ্চিত্র ‘আমার প্রাণের স্বামী’, বেলা ৩-৩০ ভারত বনাম দক্ষিন আফ্রিকার খেলা, ৫-২৫ ওয়ার্ল্ডকাপ ক্রিকেট লাইভ কুইজ, রাত ১০-৩০ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা, রাত ২-৩০ ম্যাচ রিভিউ। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯-৩০ চলচ্চিত্র ‘জান্নাত’, বেলা ২-৪৫ এক্সপার্ট প্রেডিকশন, ৩-৩০ অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলা, রাত ১১-৩০ ম্যাচ রিভিউ। ঈদের তৃতীয় দিন সকাল ৯-৩০ চলচ্চিত্র ‘চাঁদনী রাতে’, বেলা ৩-৩০ পাকিস্তান বনাম শ্রীলংকার খেলা, সন্ধ্যা ৭টায় পাওয়ার প্লে। ঈদের চতুর্থ দিন সকাল ৯-৩০ চলচ্চিত্র ‘আমার প্রতিজ্ঞা’, বেলা ৩-৩০ বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা, রাত ১১-৩০ ম্যাচ রিভিউ। ঈদের পঞ্চম দিন সকাল ৯-৩ চলচ্চিত্র ‘সত্যের মৃত্যু নেই’, বেলা ২-৪৫ এক্সপার্ট প্রেডিকশন, বেলা৩-৩০ ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলা, রাত ১১-৩০ ম্যাচ রিভিউ । ঈদের ষষ্ঠ দিন সকাল ৯-৩০ চলচ্চিত্র ‘মায়ের জেহাদ’, বেলা ৩-৩০ দক্ষিন আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলা, সন্ধ্যা৭টায় পাওয়ার প্লে। ঈদের সপ্তম দিন সকাল ৯-৩০ চলচ্চিত্র ‘প্রেম প্রেম পাগলামি’, বেলা ২-৩৫ ওয়ার্ল্ডকাপ ক্রিকেট লাইভ কুইজ, সন্ধ্যা ৭-৩০ বাংলাদেশ বনাম শ্রীলংকার খেলা, রাত ১১-৩০ মিনিটে ম্যাচ রিভিউ, উপস্থাপনায় শ্রাবণ্য তৌহিদা। ঈদের অষ্টম দিন, সকাল ৯-৩০ চলচ্চিত্র ‘কোটি টাকার প্রেম’, বেলা ২-৩৫ চলচ্চিত্র ‘দেবী’, রাত ১০-৩০ অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের খেলা, রাত ২-৩০ ম্যাচ রিভিউ।
×