ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুরাঞ্জলির ঈদ আয়োজন

প্রকাশিত: ১১:৫৫, ৪ জুন ২০১৯

 সুরাঞ্জলির ঈদ আয়োজন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বেশ কিছু নতুন এ্যালবাম, একক গান, মিউজিক ভিডিও এবং নাটক প্রকাশ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান সুরাঞ্জলি। প্রতিবারের মতো এবারের আয়োজনেও বেশ চমক থাকছে বলে জানিয়েছেন সুরাঞ্জলি স্বত্বাধিক কাইয়ুম খান। সুরাঞ্জলির ঈদ আয়োজন নিয়ে এই প্রতিবেদন। একক গান : এবারের ঈদে সুরাঞ্জলির ঈদ ধামাকায় রয়েছে মিনার রহমানের ‘তোমার হাতে হাত’। চমৎকার রোমান্টিক এই গানটির কথা লিখেছেন সজীব শাহরিয়ার। সঙ্গীতায়োজনে রয়েছেন রেজোয়ান শেখ। ‘সূর্য হয়ে’ বেলাল খান ও শম্পা’র গাওয়া এই গানটির কথামালা সাজিয়েছেন রবিউল ইসলাম জীবন। গানটির সুর করেছেন শিল্পী বেলাল খান নিজেই। গানটির সঙ্গীতায়োজনে ছিলেন রেজওয়ান শেখ। ‘কেমন আছো অভিমানী’ গানের কথা সজীব শাহরিয়ার, গানের সুর করেছেন মাহফুজ ইমরান। মিউজিক এম এমপি রনি। কণ্ঠ দিয়েছেন মিলন। গীতিকার বাউল আকাইদের গীতি কথায় মোবারক হোসেনের সুরে আর শাহজালাল শান্তর সঙ্গীতে জনপ্রিয় কণ্ঠশিল্পী রিঙ্কুর ‘ভাঙ্গা মন’। রবিউল ইসলাম জীবনের ‘তুমি ছাড়া অন্য তুমি নাই’ গানের সুরকার এস ডি সাগর। গানের সঙ্গীত করেছেন এম এমপি রনি। কণ্ঠশিল্পী এইচ এম আলাউদ্দিন। আহমেদ খসরুর কথায় এফ এ প্রিতমের সুরে এম এ রহমান আমিনের সঙ্গীতে রোমান্টিক ঘরানার ‘নতুন আলো’ গানে কণ্ঠ দিয়েছেন বন্যা ও এইচপি সোহাগ। এসএম কারিমের কণ্ঠ ও সুরে শিমুল ঘরামীর কথায় ‘জানরে সোনা’ গানটির সঙ্গীত করেছেন শোভন রায়। শামীম আশিকের কণ্ঠ সুর এবং সঙ্গীতায়োজনে ‘তোর কারণে’ রোমান্টিক গানের কথা লিখেছেন জহুর কবির। ‘ভাব আছে যার গায়’ দেহতাত্ত্বিক এই গানটির গীতিকার ও সুরকার ভিক্ষু সাধু ফকির। গানের কণ্ঠ এবং সঙ্গীত করেছেন এস রুহুল। স্যাড রোমান্টিক ধারার গান ‘বেহাইয়া’র কথা সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। গানের কথা, সুর এবং কণ্ঠ দিয়েছেন প্রিন্স খান। গানের সঙ্গীত করেছেন রিয়েল আশিক। রাকিব হাসান রুহুলের কথায় রেজওয়ান শেখের সুর সঙ্গীতে গান ‘বলবো তোমায়’। গানে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন। নাটক : সুরাঞ্জলির ঈদ-উল-ফিতরের বিগ ধামাকা নাটক ‘ওপারে আকাশ’। জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম এবং নাঈম অভিনীত সাজিন আহমেদ বাবুর রচনায় এবং সৈয়দ শাকিলের পরিচালনায় ভিন্নধর্মী রোমান্টিক নাটক ‘ওপারে আকাশ’। আখম হাসান অভিনীত রোমান্টিক কমেডি ধারার নাটক ‘লজিং মাস্টার’। নাটকের গল্প ও সংলাপ রচনা করেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। পরিচালনায় রনি খান। আখম হাসানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী এ্যানি খান। জয় সরকার পরিচালিত অতিন্দ্র কান্তি ওযু রচিত নাটক ‘নাচের মাস্টার’। অভিনয়ে সিদ্দিক, তানিয়া বৃষ্টি, রাশেদ মামুন অপু, অতিন্দ্র কান্তি ওযু প্রমুখ। আহমেদ আজিম টিটুর রচনা ও পরিচালনায় আজাদ আবুল কালাম, সামিয়া, আশরাফ টুলু প্রমুখ অভিনীত নাটক ‘কুয়াশা’। তারিক স্বপন অভিনীত অতিন্দ্র কান্তি ওযু রচিত এবং সেলজুক তারিক পরিচালিত মজার নাটক ‘প্রবাসী জামাই’। একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ‘লাভ টার্গেট’। রচনা ও পরিচালনায় ছিলেন অতিন্দ্র কান্তি ওযু। অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, সানিতা রহমান, আল আমিন, মুরাদ প্রমুখ। সম্পূর্ণ ভিন্নধারার গল্পের নাটক ‘ভাটি বাংলার কান্না’ রচনা ও পরিচালনায় অতিন্দ্র কান্তি ওযু। অভিনয়ে রফিকুল্লাহ সেলিম, জুয়েল হাসান, শারমিন বৃৃষ্টি, অতিন্দ্র কান্তি ওযু প্রমুখ।
×