ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঈদে তিন চলচ্চিত্রের লড়াই

প্রকাশিত: ১১:৫৪, ৪ জুন ২০১৯

ঈদে তিন চলচ্চিত্রের লড়াই

গৌতম পান্ডে ॥ ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি। আর এই আনন্দের অন্যতম অনুষঙ্গ নতুন নতুন চলচ্চিত্র। ঈদের সময় আত্মীয়-স্বজনদের নিয়ে হলে গিয়ে চলচ্চিত্র দেখার আনন্দটাই অন্যরকম। এ সময় হল মালিকরাও নতুন চলচ্চিত্র দর্শকদের উপহার দেয়ার জন্য প্রেক্ষাগৃহকে ঘষেমেজে ঝকঝকে রাখার চেষ্টা করেন। যদিও বেশ কয়েক বছর ঈদের সময় এ দৃশ্য তেমন চোখে পড়ে না। মাস খানেক আগে শোনা যাচ্ছিল, এ বছর পবিত্র ঈদ-উল-ফিতরে পাঁচ থেকে ছয়টি চলচ্চিত্র মুক্তি পেতে পারে। কিন্তু এখন চিত্র বদলে গেছে। শেষ পর্যায়ে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা একেবারেই কমে এসেছে। এবার ঈদে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’, সাকিব সনেটের ‘নোলক’ ও অনন্য মামুনের ‘আবার বসন্ত’ নামের তিনটি চলচ্চিত্র মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে। তবে এবার ইউটিউবে এই প্রথমবারের মতো ঈদের চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে বলে জানা গেছে। শাকিব খান-বুবলীর ‘পাসওয়ার্ড’ : কোন আপত্তি ছাড়াই গত ২৬ মে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে মালেক আফসারী পরিচালিত এবার ঈদের আলোচিত ও আকাক্সিক্ষত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান ও ইমন এবং চিত্রনায়িকা শবনম বুবলী। এর মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করেছেন শাকিব খান। মোহাম্মদ ইকবালের পাশাপাশি এতে প্রযোজক হিসেবে আছেন শাকিব নিজে। গত ২৮ মে সন্ধ্যায় শাকিব খানের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে চলচ্চিত্রের ট্রেলার। তিন মিনিটের এই ভিডিওতে দেখা যায়, শাকিব, বুবলী, ইমন, অমিত হাসান, মিশা, ডনসহ আরও কয়েকজনকে। মূলত অপরাধ জগতের এক ডনের সুইস ব্যাংকের এ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়েই এ চলচ্চিত্রের গল্প। ঘটনাক্রমে পাসওয়ার্ডটি হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া পাসওয়ার্ড খুঁজতে থাকেন ডন। শক্রপক্ষ জানতে চায় একটি ব্যাংক এ্যাকাউন্টের পাসওয়ার্ড। যা ঘটনাক্রমে চলে আসে নায়ক-নায়িকার কাছে। এ নিয়েই তুলকালাম কান্ড। পুরো একটি দিন চলে হামলা-পাল্টা হামলা। শেষ মুহূর্তে পাসওয়ার্ডটা বলে দেন নায়ক। কিন্তু ক্যাশ করতে পারেন না ভিলেন! কারণ, ততক্ষণে তিনি মৃত্যুর দরজায়। সম্প্রতি এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় এ চলচ্চিত্রের নতুন গান ‘পাগল মন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন অশোক সিং। গানটি লিখেছেন ও মিউজিক করেছেন লিংকন। জানা যায়, শাকিব খান ও বুবলীর নতুন এই গানটি তুরস্কের মনোরম লোকেশনে দৃশ্যধারণ হয়েছে। শাকিব খান বলেন, এবারের ঈদে শুধু ‘পাসওয়ার্ড’ উৎসবই হবে বলে আমার বিশ্বাস। দর্শকরা দেখলে চলচ্চিত্রটি নিয়ে গর্ব করতে পারবেন। শবনম বুবলী বলেন, ভেবে ভাল লাগছে যে, আসছে ঈদে আমার অভিনীত একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। এটি আমার ক্যারিয়ারের আট নম্বর চলচ্চিত্র। এর কলাকুশলীসহ টিমের প্রতিটি মানুষ চেষ্টা করেছেন ভাল একটি কাজ দর্শকদের উপহার দিতে। আমিও তার ব্যতিক্রম নই। প্রতিটি চলচ্চিত্র আমাদের পছন্দের কাজ হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন, ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্র নিয়ে আগাম কিছু বলতে চাই না। দর্শকদের হলে গিয়ে চলচ্চিত্রটি দেখতে অনুরোধ করব। আমার বিশ্বাস, তারা মুগ্ধতা নিয়েই হল থেকে বের হবেন। চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। পরিচালক মালেক আফসারী জানান, ‘পাসওয়ার্ড’ দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। শাকিব ববির ‘নোলক’ : এদিকে শাকিব খান ও ববি অভিনীত চলচ্চিত্র ‘নোলক’ মুক্তি পাচ্ছে এবারের ঈদে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাকিব সনেট। ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমী, শহীদুল আলম সাচ্চুসহ অনেকে। আদালতের রায়ের ওপর নির্ভর করছিল পরিচালক ইস্যুতে বিতর্কিত ‘নোলক’ চলচ্চিত্রটির মুক্তি। চলচ্চিত্রের পরিচালক হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করার জন্য রাশেদ রাহার দায়ের করা মামলার শুনানি হওয়া কথা ছিল ২৯ মে। কিন্তু এই শুনানির তারিখ পেছানো হয়েছে। ‘নোলক’ চলচ্চিত্র নিয়ে পরবর্তী শুনানি হবে জুনের ১০ তারিখে। শুনানির আগেই ঈদে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। কারণ চলচ্চিত্র মুক্তিতে কোন নিষেধাজ্ঞা নেই। ‘নোলক’ চলচ্চিত্রের মুক্তির সময় রাশেদ রাহাকে আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। কিন্তু পরবর্তীতে রাশেদ রাহার ঠিক মতো কাজ না করার অভিযোগ তুলে প্রযোজক সাকিব সনেট নিজেই চলচ্চিত্রটি শেষ করার দায়িত্ব নেন। তিনিই পরিচালক হিসেবে কাজ করেন। চলচ্চিত্রের সেন্সর সার্টিফিকেট ইস্যু হয়েছে সাকিব সনেটের নামেই। তবে এর সবকিছু ছাপিয়ে ২ জুন রবিবার দুপুরে মিলেছে চলচ্চিত্রের চূড়ান্ত ঝলক। প্রায় তিন মিনিটের ঝকঝকে একটি ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে ‘নোলক’ সংশ্লিষ্টরা দর্শকদের নিশ্চিত করেছে-ঈদের অন্যতম চমক হয়ে সত্যি সত্যি মুক্তির আলো দেখছে চলচ্চিত্রটি। ঈদে চলচ্চিত্রটি মুক্তির কথা রয়েছে ন্যুনতম ৮০টি প্রেক্ষাগৃহে। দুই বাংলার জনপ্রিয় তারকাদের উপস্থিতি চলচ্চিত্রটিকে দিয়েছে নতু মাত্রা ট্রেলার থেকে সেটা আগাম অনুমান করা যায়। ট্রেলারে দেখা গেছে, ভাইয়ে ভাইয়ে আধিপত্য নিয়ে দ্বন্ধ। শক্তির চাপে দুটি নিষ্পাপ হৃদয়ের ভালবাসার অনিশ্চিত এক যাত্রার গল্প। এখানে শাওন নামে রয়েছেন শাকিব খান, আর কাজলা চরিত্রে ববি। বাংলাদেশের তারিক আনাম খান বড় ভাই ও কলকাতার রজতাভ দত্ত অভিনয় করেছেন ছোট ভাইয়ের চরিত্রে। এতে তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীকে দেখা যাবে দুই ভাইয়ের মামলার উকিলের চরিত্রে। বি হ্যাপি এন্টারটেইনমেন্টের ব্যানারে চলচ্চিত্রটি প্রকাশ হচ্ছে। চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক সাকিব সনেট বলেন, সিনেমা হলের মালিকরা চলচ্চিত্রটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। একটি পারিবারিক আবেগের চলচ্চিত্র ‘নোলক’। আশা করি, চলচ্চিত্রটি দর্শক পছন্দ করবেন। ফেরারী ফরহাদের লেখা এ কাহিনীর চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। তারিক আনাম স্পর্শিয়ার ‘আবার বসন্ত’ : আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে নির্মাতা অনন্য মামুনের সিনেমা ‘আবার বসন্ত’। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও স্পর্শিয়া। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন ট্যাম মাল্টিমিডিয়া। এর ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড। একজন বাবার একাকিত্বের গল্প নিয়ে চলচ্চিত্র ‘আবার বসন্ত’। চলচ্চিত্রে তারিক আনাম খান ও স্পর্শিয়া ছাড়া আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, করবি মিজান, ইমতু রাতিশ, মুকিত, আনন্দ খালিদ প্রমুখ। সম্পূর্ণ নতুন আঙ্গিকে নির্মিত এ চলচ্চিত্রটি অন্যসব চলচ্চিত্রের মতো নাচ-গান ও এ্যাকশনে ভরপুর নয়। এমনকি এ চলচ্চিত্রে নেই কোন সুপারস্টারও। এ বিষয়ে পরিচালক অনন্য মামুন বলেন, ‘আবার বসন্ত’ চলচ্চিত্রের গল্পই মূলত সুপারস্টার। যে কারণে এতে কোন সুপারস্টার নেই। তবে এতে দক্ষ ও পরীক্ষিত শিল্পীরা কাজ করেছেন। ফলে গল্পে যা বলতে চাওয়া হয়েছে সেটাই ভালভাবে ফুটে উঠেছে অভিনয়ে। চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে রাজধানীর বলাকা হলে বিশেষ প্রদর্শনী হয় গত ২৮ মে সন্ধ্যায়। চলচ্চিত্রে দেখা যায় সন্তান লালন-পালন করতে গিয়ে মা-বাবা তাদের জীবনের পুরো সোনালি সময় উৎসর্গ করে দেন। ছেলে অথবা মেয়ের ভবিষ্যত গড়তে ও ইচ্ছে পূরণে সচেষ্ট থাকেন। কিন্তু বিষয়টি সন্তানরা শুধু মা-বাবার দায়িত্ব বলেই মনে করেন। তারপর মা-বাবা যখন বার্ধক্যে আড়ষ্ট হয়ে যান, তখন তাদের প্রতি সন্তানদেরও যে বহু দায়িত্ব রয়েছে সেটা অনেকে বুঝতে চান না। এতে ৬৫ বছর পেরিয়ে আসা এক বৃদ্ধের বসন্তে (যৌবনে) ফেরার আকুতি দেখানো হয়েছে। চরিত্রটিতে দেখা যাবে নন্দিত অভিনেতা তারিক আনাম খানকে। আর তার ২৫ বছরের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। চলচ্চিত্র দেখা শেষে তারিক আনাম খান ও স্পর্শিয়ার প্রাণবন্ত অভিনয়ের প্রশংসা করেন চলচ্চিত্র শিল্পী সাইমন, আঁচল, আইরিনসহ উপস্থিত অনেক দর্শক। এদিন ছবির মূল চরিত্রে অভিনয় করা দেশবরেণ্য শিল্পী তারিক আনাম খান বলেন, ঈদ মানেই শাকিব খানের চলচ্চিত্র। সেই ঈদকে কেন্দ্র করে ‘আবার বসন্ত’ মুক্তির সিদ্ধান্ত নিয়ে সাহসী পদক্ষেপ নিয়েছেন পরিচালক অনন্য মামুন। এ সময় স্পর্শিয়া বলেন, আমি যখন গল্পটা শুনি, তখনই আমি মামুন ভাইকে বলেছি যে আমি এই চলচ্চিত্রটি করতে চাই। গল্প শুনেই ভাল লেগেছে, তবে ছবিতে আমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি নিজেই অবাক হয়েছি। এদিকে রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ডে ঈদে চলবে ‘আবার বসন্ত’ চলচ্চিত্রটি। ছবির পরিচালক অনন্য মামুন বলেন, আমার টার্গেট সিনেপ্লেক্সের দর্শক হলেও ছবির প্রিমিয়ারের পর অন্য হল মালিকরা চলচ্চিত্রটি চালানোর আগ্রহ প্রকাশ করেছেন। তবে হল মালিকরা একটু ভিন্ন আতঙ্কে ভুগছেন। ইংল্যান্ডের বিভিন্ন ভেন্যুতে দেড় মাসের বেশি সময় ধরে চলবে বিশ্বকাপ ক্রিকেটের আসর। ঈদের ছুটিতে যখন সকলে চলচ্চিত্র দেখা নিয়ে ব্যস্ত থাকার কথা ঠিক সেই সময়ে অর্থাৎ ৮ জুন বাংলাদেশ বনাম ইংল্যান্ড এবং ১১ জুন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা অনুষ্ঠিত হবে। সারাবছর ঈদকে ব্যবসার সুবর্ণ সময় বলে মনে করেন সিনেমার সঙ্গে যুক্ত অনেকেই। তাই সিনেমা হল মালিকসহ অনেক প্রযোজক, পরিচালক আশঙ্কা করছেন ক্রিকেট বিশ্বকাপ এবার ঈদের চলচ্চিত্রগুলোতে ব্যবসায়িকভাবে অনেকটা প্রভাব ফেলতে পারে। তবে ঈদে মুক্তি পেতে যাওয়া ‘পাসওয়ার্ড’ ছবির পরিচালক মালেক আফসারী বলেন, আমার মনে হয় না ক্রিকেট বিশ্বকাপ ঈদের চলচ্চিত্রে খুব একটা প্রভাব ফেলতে পারবে। এ বিষয়ে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, আমার প্রোডাকশন হাউস থেকে ‘শাহেনশাহ’ চলচ্চিত্রটি প্রস্তুত থাকলেও মুক্তি দিচ্ছি না। কারণ ক্রিকেট বিশ্বকাপে মেতে উঠবে সারাদেশ। আমি নিজেও তো খেলা দেখব। মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, খেলাটা তাৎক্ষণিক হলেও একটু তো প্রভাব পড়ে। আমি ঈদে শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবিটি চালাব। ঈদে বিশ্বকাপ ক্রিকেট বনাম চলবে শাকিব খান অভিনীত চলচ্চিত্র। দেখা যাক কী হয়। আশা তো করছি, দর্শক হলে ঈদের ছবি দেখতে আসবে। কারণ ঈদের পর তেমন উল্লেখযোগ্য কোন চলচ্চিত্র নেই। তবে এবারের ঈদে ইউটিউব নতুন দিগন্ত খুলে দিচ্ছে বাংলাদেশে। এই প্রথমবার জনপ্রিয় এই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন চলচ্চিত্র। আসছে ঈদ উপলক্ষে ইউটিউবে মুক্তি পাবে চিত্রনায়িকা পপির ‘দি ডিরেক্টর’। যেখানে তার বিপরীতে রয়েছেন মারজুক রাসেল। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কামরুজ্জামান কামু।
×