ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রফিকুজ্জামান রণি

নারীর আর্ত-স্বর

প্রকাশিত: ১১:২৯, ৩১ মে ২০১৯

 নারীর আর্ত-স্বর

শুনেছি, লম্বা ছুটিতে সে বাড়িতে আসবে এবার আমি দোয়েল পাখির মতো এতটুকু হয়ে যাবো লজ্জায় যেমনটা হয়েছিলাম ঠিক সেই যে ফুলশয্যায় ভাঁটফুলের মতো শরীর ছাড়া কী আছে তাকে দেবার এ দেহের লোভে কতোবার যে কতো মধুখোর দিয়েছে হানা মোটেও কাঁদিনি আমি, নির্বিরাম তাকিয়ে দেখেছি সব আহা! মানুষকে নিয়ে মানুষেরই যে কত ঘৃণ্যতর উৎসব আসলে সে, সবকিছু ভুলে মেলে দেবো গুটিয়ে রাখা ডানা।
×