ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পর্যবেক্ষক হিসেবে নিজেদের প্রত্যাহার কোস্ট ট্রাস্টের

প্রকাশিত: ০৬:৪৬, ২৭ ডিসেম্বর ২০১৮

পর্যবেক্ষক হিসেবে নিজেদের প্রত্যাহার কোস্ট ট্রাস্টের

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ হিসেবে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে বেসরকারী সংস্থা কোস্ট ট্রাস্ট। বিতর্কিত বিষয় এড়ানো এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি, যা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী পর্যবেক্ষক বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নির্বাচন পর্যবেক্ষণে জড়িত ৯ বেসরকারী সংগঠন বিষয়ে অনুমতি বাতিলের দাবি জানান। তারই প্রেক্ষিতে কোস্ট ট্রাস্ট এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছেন। কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মোস্তফা কামাল আকন্দ জনকণ্ঠকে বলেন, যেহেতু আমাদের সংস্থা নিয়ে একটি আলোচনা উঠেছে সেখানে আমরা আর থাকতে চাচ্ছি না। এতে ভুল বোঝাবুঝির অবসান হবে বলেও মনে করি। কোস্ট ট্রাস্ট বিজ্ঞপ্তিতে জানায়, মানবিক ও উন্নয়ন সংগঠন হিসেবে কোস্ট ট্রাস্ট সর্বদা মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আর দলনিরপেক্ষ হিসেবে দেশের স্বার্থে সরকারের সঙ্গে সকল সময় ইতিবাচক সম্পর্কের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই সংস্থা কাজ করে থাকে। এইচ টি ইমামের সাম্প্রতিক সংবাদ সম্মেলন আমাদের নজরে এসেছে, সেখানে কোস্ট ট্রাস্টের নামও আছে। কোস্ট ট্রাস্ট বিশ্বাস করে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা একজন সম্মানিত ও বিচক্ষণ ব্যক্তি। কোথাও কোন তথ্যের উৎস বিভ্রাটের কারণে তিনি কোস্ট ট্রাস্টের নাম বলে থাকতে পারেন। একটি অলাভজনক, মানবিক ও উন্নয়ন সংগঠন হিসেবে কোস্ট ট্রাস্ট সর্বদা মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যার মূল ভিত্তি হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। দেশের স্বার্থে সরকারের সঙ্গে সব সময় ইতিবাচক সম্পর্কের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই সংস্থা কাজ করে থাকে। আন্তর্জাতিক বিভিন্ন দেনদরবারে সরকারকে সহযোগিতা করার জন্য কোস্ট ট্রাস্ট কাজ করেছে এমন বহু নজির রয়েছে।
×