ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতন-ভাতার দাবিতে জনকণ্ঠের প্রথম দিনের কর্মবিরতি শেষ

প্রকাশিত: ২৩:১৪, ২ অক্টোবর ২০১৮

বকেয়া বেতন-ভাতার দাবিতে জনকণ্ঠের প্রথম দিনের কর্মবিরতি শেষ

জনকন্ঠ রিপোর্টার ॥ দুই বছরের বেশি সময়ের বকেয়া বেতন-ভাতার দাবিতে দৈনিক জনকণ্ঠে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতিতে নেমেছেন। আজ (মঙ্গলবার) বিকেল ৪টা থেকে প্রথম দিনের কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতি বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত চলেছে। “বার বার সময় নিয়েও বকেয়া পরিশোধ না করায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সাংবাদিক-কর্মচারীরা। মাসের পর মাস বেতন-ভাতা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। তাই বকেয়া বেতন-ভাতা পরিশোধ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালিত হবে। মালিকপক্ষ তিন দফা সময় নিয়েও বেতন পরিশোধ করেনি। “সবশেষ সেপ্টেম্বর মাসের মধ্যে সব বকেয়া পরিশোধ করা হবে বলে সময় নেন মালিক ও সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ। গতকাল সেপ্টেম্বর মাস শেষ হলেও কাউকে কোনো বকেয়া পরিশোধ করা হয়নি।”
×