ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ অর্থবহ, প্রতিযোগিতামূলক নির্বাচন চায় ॥ কাদের

প্রকাশিত: ২২:২৬, ২ অক্টোবর ২০১৮

আওয়ামী লীগ অর্থবহ, প্রতিযোগিতামূলক নির্বাচন চায় ॥ কাদের

অনলাইন রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আ’লীগ অর্থবহ, প্রতিযোগিতামূলক জাতীয় সংসদ নির্বাচন চায়। আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা বলেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে জাতীয় ঐক্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগও জাতীয় ঐক্য চায়। তবে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের সঙ্গে কোনো জাতীয় ঐক্য নয়। বিএনপি তারেক জিয়ার মতো একজন দুর্নীতিবাজকে দলের চেয়ারপারসন করে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, আমরাও জাতীয় ঐক্য চাই। তবে সেটা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিগুলোর ঐক্য। বাম শক্তিগুলোকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কাদের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য আছে, ২০১৪ সালের মধ্যে যারা নাশকতার চেষ্টা করেছে বা পরিকল্পনা করেছে আইন- শৃঙ্খলা বাহিনী শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে। নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা হলে আদালতে যাওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, নিরপরাধ হলে আদালতে যান। বিচার চাওয়ার অধিকার সবার আছে।
×