ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেসিস ন্যাশনাল আইসিটি এ্যাওয়ার্ড পেল বিডি টেক্স টেকনোলজি

প্রকাশিত: ০৪:৪৯, ১০ সেপ্টেম্বর ২০১৮

বেসিস ন্যাশনাল আইসিটি  এ্যাওয়ার্ড পেল বিডি টেক্স টেকনোলজি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৮’ পেল অনলাইনে দেশের প্রথম আয়কর জমার দেয়ার সফটওয়্যার কোম্পানি বিডি টেক্স টেকনোলজি লিমিটেড একই সঙ্গে আন্তর্জাতিক এশিয়া প্যাসিফিক আইসিটি এ্যালায়েন্স এ্যাওয়ার্ড ২০১৮’ এর জন্য মনোনয়ন লাভের গৌরব অর্জন করেছে। আগামী ৯-১৩ অক্টোবর, চীনে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক আইসিটি এ্যালায়েন্স এ্যাওয়ার্ড ২০১৮ অনুষ্ঠানে ফিনান্স এবং এ্যাকাউন্টিং সলিউশন ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের রাজস্ব খাতে ডিজিটালাইজেশন এবং তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় এ এ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক এ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন লাভ করে প্রতিষ্ঠানটি। গত ৬ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বিডি টেক্স টেকনোলজি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও এবং তরুণ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা জুলফিকার আলির হাতে এ্যাওয়ার্ড তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জাব্বার।
×