ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাসপাতালে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবার আহ্বান মানবাধিকার কমিশন চেয়ারম্যানের

প্রকাশিত: ০৭:৩০, ৮ এপ্রিল ২০১৮

হাসপাতালে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবার আহ্বান মানবাধিকার কমিশন চেয়ারম্যানের

দেশের প্রতিটি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং তাদের জন্য পৃথক টিকেট কাউন্টার রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। যুদ্ধাহত, শহীদ ও দরিদ্র মুক্তিযোদ্ধার পরিবারের পুনর্বাসনের জন্য সর্বপ্রকার প্রচেষ্টা চালানোর দাবি জানিয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের রেল, লঞ্চ ও বিআরটিসি বাসে ফ্রি যাতায়াতের ব্যবস্থা করতে হবে। খবর বাসস’র। তিনি শনিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সম্মেলন কক্ষে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গাজী দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি কৃষিবিদ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কৃষিবিদ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গাজী সিরাজ ও বশির আহম্মেদ এবং সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে শিক্ষা ও কাজের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, তাদের পরিবার ও সন্তানদের জন্য গৃহীত বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক পদক্ষেপ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তিনি ক্যাডার সার্ভিসসহ বিভিন্ন সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধাদের জন্য বিদ্যমান শতকরা ৩০ ভাগ কোটা বহাল রাখার দাবি জানান।
×