ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুর ও খুলনায় মেয়র পদে কার ভাগ্যে জুটছে নৌকা?

প্রকাশিত: ০৫:৫৩, ৮ এপ্রিল ২০১৮

গাজীপুর ও খুলনায় মেয়র পদে কার ভাগ্যে জুটছে নৌকা?

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে কার ভাগ্যে ‘নৌকা’ প্রতীক জুটবে তা আজ রবিবারই চূড়ান্ত হতে পারে। শনিবার বিকেল পর্যন্ত এ দুটি সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে মোট ১৭ জন নৌকার আগ্রহী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। আজ রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় আগ্রহীদের সাক্ষাতকার এবং গোপন জরিপ পর্যালোচনা করে অধিক যোগ্য ও জনপ্রিয় দু’জনকে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে। দলীয় সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসন্ন এ দুটি সিটি কর্পোরেশন নির্বাচনকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মেয়র পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকি নিতে চান না দলটির নীতিনির্ধারকরা। ওই দুটি নির্বাচনে ইতোমধ্যে একাধিক গোপণ জরিপ চালিয়ে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তার ব্যারোমিটার যাচাই-বাছাই করা হয়েছে। আজকের বৈঠক থেকে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে যে দু’জনকেই দলীয় সমর্থন দেয়া হবে তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মনোনয়ন বঞ্চিত সকল নেতাকেই শপথ গ্রহণ করা হতে পারে। সূত্র জানায়, খুলনা সিটি কর্পোরেশনে মেয়র পদে সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক জনপ্রিয়তার বিচারে বেশ এগিয়ে থাকলেও সমস্যা সৃষ্টি হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন নিয়ে। এখানে সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান এবং মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সমর্থকরা ইতোমধ্যে দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এ বিরোধের কারণেই গত সিটি নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেশি থাকলেও বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হতে হয়েছে নৌকার প্রার্থীকে। কিন্তু এবার দলীয় মনোনয়নের বিষয়ে খুব শক্ত অবস্থানে রয়েছে আওয়ামী লীগের হাইকমান্ড। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগ পাওয়া গেলে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নিতে এতটুকু পিছ পা হবে না আওয়ামী লীগ। এ দিকে শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের জানান, গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে শনিবার বিকেল পর্যন্ত মোট ১৭ জন নৌকার আগ্রহী প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। শনিবার গাজীপুর সিটি কর্পোরশন নির্বাচনে মেয়র পদে মোহাম্মদ শামসুল বারী ধানম-িস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আর খুলনা সিটিতে ফরম সংগ্রহ করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, শহিদুল হক মিন্টু, শেখ মোশাররফ হোসেন, শেখ সৈয়দ আলী, মোহাম্মদ আশরাফুল ইসলাম। তবে খুলনা সিটি কর্পোরশন নির্বাচনে মেয়র পদে আরও কয়েকজন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে পারেন বলেও জানান আবদুস সোবহান গোলাপ। শুক্রবার পর্যন্ত ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দিয়েছিলেন ২ জন। শুক্রবার গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, মতিউর রহমান, সুমন আহমেদ শান্ত বাবু, কাজী আলিমউদ্দিন, আব্দুর রউফ নয়ন, ওয়াজউদ্দিন মিয়া। এর আগের দিন বৃহস্পতিবার ফরম সংগ্রহ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। খুলনা সিটি কর্পোরেশনের জন্য ফরম সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, মহানগর যুবলীগের আহ্বায়ক সরদার আনিছুর রহমান পপলু। জানা গেছে, আজ রবিবার সন্ধ্যা ৭টায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভার আগে উভয় সিটিতে মেয়র পদে আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার নেবেন দলীয় সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মেয়র পদ ছাড়াও দুই সিটি নির্বাচনে কাউন্সিলর পদেও দলীয় একক প্রার্থীতা চূড়ান্ত করা হতে পারে। এ ছাড়াও আজকের বৈঠকে একটি উপজেলা পরিষদ নির্বাচন, ২ টি পৌরসভা এবং ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন দেয়া হবে।
×