ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমতলীতে ভুয়া যুগ্মসচিব গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪৬, ২৮ মার্চ ২০১৮

আমতলীতে ভুয়া যুগ্মসচিব গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৭ মার্চ ॥ আমতলীতে ভুয়া যুগ্মসচিব মোঃ হাফিজুর রহমান জাহিদকে (৪৭) গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। মঙ্গলবার দুপুরে আমতলী পৌর শহরের মহিলা কলেজ সড়কের তার বাসার সামনে থেকে তাকে ও তার সহযোগী গাড়িচালক আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ভুয়া পরিচালক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। জানা গেছে, আমতলী পৌর শহরের মহিলা কলেজ সড়কের মোঃ নজরুল ইসলাম হাওলাদারের পুত্র মোঃ হাফিজুর রহমান জাহিদ দীর্ঘদিন ধরে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। এ বছর ফেব্রুয়ারি মাসে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পলগাঁও গ্রামের নাজিমুল গনি টুটুলের মাধ্যমে তার চাচাত ভাই তোফায়েল হোসেন ও রতনকে পুলিশের সহকারী পরিদর্শক (সাব ইন্সপেক্টর) পদে চাকরি দেয়ার কথা বলে ২০ লাখ টাকা নেয়। টাকা আনার পর থেকে ভুয়া যুগ্মসচিব মোঃ হাফিজুর রহমান জাহিদ গা ঢাকা দেয়। এ ঘটনায় টুটুল বাদী হয়ে এ বছর ২৩ মার্চ নেত্রকোনা সদর থানায় তার বিরুদ্ধে প্রতারণা মামলা করেন। পরে থানা পুলিশ মামলাটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করে। মঙ্গলবার সিআইডি পুলিশ অভিযান চালিয়ে আমতলী পৌর শহরের মহিলা কলেজ সড়কের তার বাসার সামনে থেকে ভুয়া যুগ্মসচিব জাহিদ ও তার সহযোগী গাড়িচালক আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ির স্টিকার, যুগ্মসচিব পদমর্যাদার কার্ড ও প্রকল্প পরিচালকের ব্যবহৃত সিল ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রাম লাগানো গাড়ি জব্দ করা হয়।
×