ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতা হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:১৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

আওয়ামী লীগ নেতা হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৫ ফেব্রুয়ারি ॥ নড়াইলের দিঘলীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশ হত্যা মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর ও খুনীদের ফাঁসির দাবিতে ট্রাক মিছিল, বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার নড়াইল শহরের এসব কর্মসূচী পালিত হয়। কর্মসূচী উপলক্ষে ট্রাক, বাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানে দিঘলীয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ নড়াইল সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। পরে সেখান থেকে নারী-পুরুষ নির্বিশেষে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে আদালত সড়কে এসে মানববন্ধনে মিলিত হয়। এ সময় হাজারও কণ্ঠে পলাশের খুনীদের ফাঁসি চাই ধ্বনিতে গোটা শহর প্রকম্পিত হয়। কর্মসূচীতে অংশ নেয়া নারীদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে এমপি শেখ হাফিজুর রহমানসহ বক্তারা পলাশের খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসি দাবি করেন। মানববন্ধন চলাকালে নড়াইল শহর অচল হয়ে পড়ে। উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে নির্বাচন অফিস এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে প্রথমে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
×