ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাহাড়ধস ঠেকাতে জাদুই ঘাস লাগানোর প্রস্তাব

প্রকাশিত: ০৫:১৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

পাহাড়ধস ঠেকাতে  জাদুই ঘাস লাগানোর প্রস্তাব

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ধস ও ভূমিক্ষয় ঠেকাতে পাহাড়গুলোতে বিশেষ ধরনের ঘাস লাগানোর পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। ‘জাদুই ঘাস’ খ্যাত বিন্নাঘাস লাগাতে সহযোগিতা করতে চায় থাইল্যান্ড। রবিবার দুপুরে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে মত বিনিময়কালে এ আগ্রহ ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুবন্নাপংসে। থাই রাষ্ট্রদূতের এমন আগ্রহের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে চসিক। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, মতবিনিময় সভায় চট্টগ্রামের উন্নয়নে গৃহীত কর্মপরিকল্পনা এবং কর্পোরেশনের নানা সেবামূলক কার্যক্রমের বিষয়টি উঠে আসে। বিশেষভাবে গুরুত্ব পায় প্রতিবছর পাহাড় ধসে বিপর্যয়ের বিষয়টি। সিটি মেয়র জানান, নগরীর ৪৭ ভাগই পাহাড়। এসব পাহাড়ে বিন্নাঘাস লাগানোর পরিকল্পনা রয়েছে। আর এক্ষেত্রে থাই রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেছেন। মেয়র জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি পাইলট প্রকল্প গ্রহণ করতে চায়। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, চট্টগ্রামে পাহাড় ধসে মানবিক বিপর্যয়ের বিষয়টি থাইল্যান্ড অবহিত আছে। তাই তারা পাহাড়ে বিন্নাঘাস লাগানোর প্রস্তাব দিয়েছে। থাইল্যান্ডও পর্বতময় একটি দেশ। সে দেশে তারা বিন্নাঘাস লাগিয়ে সফলতা পেয়েছে। ফলে চট্টগ্রামেও জাদুই ঘাস খ্যাত এই ঘাস লাগানোর পরিকল্পনা নেয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, কাউন্সিলর ইসমাইল বালি, চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি রেজাউল করিম প্রমুখ।
×