ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

ছাত্রলীগ নেতা ও নৌসদস্যসহ নিহত চার

প্রকাশিত: ০৫:১৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

ছাত্রলীগ নেতা ও নৌসদস্যসহ  নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় ছাত্রলীগ নেতা, চট্টগ্রামে নৌবাহিনীর সদস্য, গাইবান্ধায় শিশু, টাঙ্গাইলে যাত্রী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। . কুমিল্লা সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল-হারুন নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। এ সময় আরও দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সন্নিকটে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। জানা গেছে, উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল বারেকের ছেলে ছাত্রলীগ নেতা হারুন শনিবার রাতে সাংগঠনিক কাজ শেষে মোটরসাইকেলযোগে তার গ্রামের বাড়ি ফেরার পথে মহাসড়কের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সন্নিকটে একটি প্রাইভেটকার পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি চলন্ত কাভার্ডভ্যানের নিচে ঢুকে পড়ে। পরে ঘটনাস্থলে আবদুল্লাহ আল-হারুন (২৬) মারা যায়। এ সময় ওই মোটরসাইকেলে থাকা তার দুই সহযোগী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ছাত্র রায়হান (২২) ও ছাত্রলীগ নেতা আক্তার হোসেন (২১) গুরুতর আহত হয়। তার মৃত্যুতে রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। . চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় কাভার্ডভ্যান ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, একই দিনে চকরিয়া এলাকায় তেলবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন যমুনা টেলিভিশনের দুই সাংবাদিকসহ ৩ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে চকরিয়া এলাকায় তেলবাহী একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যমুনা টেলিভিশনের গাড়িটি দুমড়েমুচড়ে গেলে গুরুতর আহত হয়েছেন দুই সাংবাদিকসহ ৩ জন। আহতরা হলেন স্টাফ রিপোর্টার জিয়াদ আহমেদ, ক্যামেরা পারসন নাসিরুল আলম ও চালক মিন্টু। . গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলা সদরের পশ্চিমপাড়ায় জহরুলের চাতাল সংলগ্ন এলাকায় রবিবার দুপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মোরেফা আকতার (৫) নামে এক স্কুলছাত্রী নিহত ও অপর এক ছাত্র আহত হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ইজিবাইকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে জনতা ওই এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত মোরেফা আকতার উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের মোনায়েম হোসেনের মেয়ে। . টাঙ্গাইল রিক্সা খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে তিন যাত্রী। রবিবার সকালের দিকে টাঙ্গাইল-নাগরপুর সড়কের বেড়াবুচনায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শহিদুল ইসলাম দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের বাবুপুর গ্রামের নছু মিয়ার ছেলে। টাঙ্গাইল পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শহিদুল ইসলাম (৪০) অটোরিক্সায় সদর উপজেলার ছিলিমপুর থেকে টাঙ্গাইল শহরে তার কর্মস্থলে যাচ্ছিলেন। সে পেশায় একজন দর্জি। অটোরিক্সাটি বেড়াবুচনা নামক স্থানে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা শহিদুল ইসলাম (৪০) ঘটনাস্থলে নিহত হন।
×