ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিকরগাছার সেই হিরা ব্রিক্স বন্ধের নির্দেশ

প্রকাশিত: ০৩:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

ঝিকরগাছার সেই হিরা ব্রিক্স বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছার কুন্দিপুর গ্রামের সেই হিরা ব্রিক্স অবশেষে স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছে যশোর জেলা প্রশাসন। রবিবার ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইটভাঁটিটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট দফতরে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্বাক্ষরিত নোটিস উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেয়া হয়। নোটিসের অনুলিপি হিরা ব্রিক্সের মালিক রফিকুল ইসলামের বরাবরও পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘এখনও চিঠি পাইনি। তবে আমি শুনেছি। হয়তো কয়েক দিনের মধ্যে চিঠিটি হাতে পাব। চিঠির নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’হিরা ব্রিক্সের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘আমি জেলা প্রশাসনের কোন চিঠি পাইনি। চিঠি হাতে পাওয়ার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’জানা গেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের কুন্দিরপুর গ্রামে নির্মাণাধীন মেসার্স হীরা ব্রিক্সের পাশেই রয়েছে কুন্দিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আরএকে আলিম মাদ্রাসা। এছাড়াও রয়েছে দুইটি মসজিদ। ২০১৩ সালের আইন অনুযায়ী কোন শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইটভাঁটি নির্মাণের কোন সুযোগ নেই।
×