ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হামদর্দ ভার্সিটিতে একুশে উপলক্ষে আলোচনা

প্রকাশিত: ০৩:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

হামদর্দ ভার্সিটিতে একুশে উপলক্ষে আলোচনা

বৃহস্পতিবার হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাসে হামদর্দনগর, গজারিয়া, মুন্সীগঞ্জে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল মান্নান পিএইচডি। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নাসিম আনজুম, ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ, অধ্যাপক ড. সাদিরুল ইসলাম, ডিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, অধ্যাপক ড. মোঃ ইসমাঈল জবিউল্লাহ; ডিন কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি অনুষদ, মোঃ লুৎফুর রহমান, রেজিস্ট্রার, মোঃ নুরুল হুদা, পরীক্ষা নিয়ন্ত্রক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ , কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীরা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ গোলাম মরতুজা। আলোচনা সভায় বক্তারা ভাষার জন্য ১৯৫২ সালে যাঁরা আত্মদান করেছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। -বিজ্ঞপ্তি সাতক্ষীরায় দুই অস্ত্র ব্যবসায়ী আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় ক্রেতা সেজে একটি দো’নলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা। রবিবার দুপুরে সাতক্ষীরা শহরের নারকেলতলা ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, খুলনার দৌলতপুর থানার পাবলা এলাকার নুরুল ইসলাম ও একই এলাকার আকবার শেখ।
×