ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে দূর্নীতির কলঙ্ক নিয়েই নির্বাচনে যেতে হবে ॥ ড. আব্দুর রাজ্জাক

প্রকাশিত: ০৩:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

খালেদা জিয়াকে দূর্নীতির কলঙ্ক নিয়েই নির্বাচনে যেতে হবে ॥ ড. আব্দুর রাজ্জাক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ দূর্নীতির কালিমা নিয়েই বর্তমান সরকারের আওতায় নির্বাচন কমিশনের পরিচালনায় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আদালতের রায় অনুযায়ি খালেদা জিয়াকে দূর্নীতির কলঙ্ক নিয়েই নির্বাচনে যেতে হবে। খালেদা জিয়া ১৩ বার হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে গেছে এ মামলা বাতিল করার জন্য। ১৯৯১ থেকে ২০১৮ সাথে এসে বিচারের রায় হয়েছে। আদালত আইনের প্রেক্ষিতে সেটা বাস্তবায়ন করেছে। কাজেই এখানে সরকারের কোন দায়-দায়িত্ব নেই। এই খালেদা জিয়ার বিরুদ্ধে যত আন্দোলনই বিএনপি করুক না কেন, বাংলাদেশকে তারা অস্থিতিশীল করতে পারবে না। মানুষ পুড়িয়ে মারতে পারবে না, গাড়ি ভাঙতে পারবে না। আমরা রাজনৈতিকভাবেই সেটি প্রতিহত করবো। তিনি আরো বলেন, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন আয়োজিত স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠিত রোববার দুপুরে প্রয়াত সভাপতি মীর লুৎফর রহামান লালজু’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি একথা বলেন। তিনি আরও বলেন, ১৯৯১ সালে এতিমদের জন্য বিদেশ থেকে টাকা এসেছে সরকারের কোষাগারে সেই টাকা নিয়েছে জিয়া অরফানেজে। সেই টাকা কোনো এতিমখানায় না দিয়ে ব্যক্তিগত একাউন্টে রেখেছে। আদালতে ৬০ দিনের মধ্যে বিচার হওয়ার কথা ছিল, কিন্তু সেই ৬০ দিনের বিচার হয়েছে ২৬১দিনে এবং ৬১টি কর্মদিবসে। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি আলহাজ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম-সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, জেলা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আব্দুস সবুর খান বীরবিক্রম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির প্রমুখ।
×