ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঋণ মঞ্জুরীপত্র বাংলায় প্রণয়ন বাধ্যতামূলক হচ্ছে

প্রকাশিত: ০৩:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

ঋণ মঞ্জুরীপত্র বাংলায় প্রণয়ন বাধ্যতামূলক হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্রাহক স্বার্থ সংরক্ষণ ও ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে ব্যাংক ঋণের মঞ্জুরীপত্র বাংলা ভাষায় প্রনয়ণ বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক। রবিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে; যা দেশের সব তফসিলী ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশ আগামী ১ জুলাই থেকে কার্যকরের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে-বাংলাদেশের সংবিধানের ৩নং অনুচ্ছেদের বিধান কার্যকর করার উদ্দেশ্যে প্রণীত বাংলা ভাষা প্রচলন আইন-১৯৮৭ এর ৩(১) নং ধারায় দেশের সর্বত্র তথা সরকারি অফিস, আদালত, আধা-সরকারি, স্বয়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সাথে যোগাযোগ ব্যতিত অন্যান্য সকল ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন-আদালতের সওয়াল, জবাব এবং অন্যান্য আইনানুগ কার্যাবলী আবশ্যিকভাবে বাংলায় লেখার নির্দেশনা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, অধিকাংশ ব্যাংক তাদের চিঠিপত্র ও ফরমের পাশাপাশি ঋণ মঞ্জুরীপত্রও ইংরেজী ভাষায় প্রণয়ন করছে। এতে আরো বলা হয়, ঋণ মঞ্জুরীপত্র গ্রাহকের সাথে সম্পাদিত ব্যাংকের একটি চুক্তিপত্র এবং চুক্তিপত্রের সকল শর্ত পরিপালনে গ্রাহক আইনত অঙ্গীকারাবদ্ধ। তাই গ্রাহকের স্বার্থ সংরক্ষণের লক্ষে ঋণ মঞ্জুরীপত্রের শর্তসমূহ বোধগম্য হওয়া বাঞ্চনীয়। ঋণ মঞ্জুরীপত্র বাংলা ভাষায় প্রণয়ন করা হলে সর্বজনীনভাবে গ্রাহকের জন্য সুবিধাজনক হবে এবং ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা বজায থাকবে। তবে ঋণ মঞ্জুরীপত্র বাংলা ভাষার পাশাপাশি ইংরেজী ভাষায়ও প্রণয়ন করা যেতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
×