ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বরচিত কবিতার বই আগডুম বাগডুম

প্রকাশিত: ০৩:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বরচিত কবিতার বই আগডুম বাগডুম

অনলাইন রিপোর্টার ।। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সৃজনশীলতা, খেলাধুলা ও সুপ্তপ্রতিভা বিকাশের লক্ষ্যে ক্ষুদে প্রতিভার রাজ্যে শিরোনামে ‘কেপিআর গেমস বাংলাদেশ’ এর উদ্ধোধনী এবং শিক্ষার্থীদের স্বরচিত কবিতার বই আগডুম বাগডুম এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কবি কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান তথ্য কমিশনার কবি আজিজুর রহমান আজিজ, ড. এহুয়া মুখোপাধ্যায়, ভারত সরকার প্রবর্তিত রবীন্দ্রচেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক ড. বিমল গুহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কবি মো: আমিনুল ইসলাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমী পরিচালক আশরাফুল আলম পপলুসহ অন্যান্যরা।
×