ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় বঙ্গোপসাগরে জাল পাতা নিয়ে দু’দল জেলেদের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ০১:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

কুয়াকাটায় বঙ্গোপসাগরে জাল পাতা নিয়ে দু’দল জেলেদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কুয়াকাটা সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে জাল পাতা নিয়ে দুইগ্রুপের সংঘর্ষে সাত জেলে আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচ জনকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে ইলিয়াস, আলিম সিকদার, মিজানুর রহমান, রিয়াজ খলিফা, রুবেল। রবিবার ভোর রাতে কুয়াকাটা থেকে ১৫কিলোমিটার গভীর সমুদ্রের চর বিজয় (হাইরের চর) এলাকায় এ ঘটনা ঘটেছে। এফবি জিদান ট্রলারের মালিক শাহজাহান মিয়া জানান, সাত জেলে নিয়ে তাঁর ট্রলারটি সাতদিন আগে সাগরে মাছ ধরতে যায়। রবিবার ভোর রাতে দু’টি ট্রলারে ২০/২৫ জন জেলে তাদের ট্রলারে হামলা চালায়। লুটে নেয় অন্তত ১০ মন ইলিশ, ৬ টি জাল এবং ৭টি নোঙ্গর। মহিপুর থানার ওসি মিজানুর রহমান জানান, সাগরে জাল ফেলা নিয়ে জেলেদের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। যারা মারামারি করেছে তাদের সকলের নাম পাওয়া গেছে।
×