ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বদলি ঠেকাতে আত্মহত্যার হুমকি!

প্রকাশিত: ০০:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

বদলি ঠেকাতে আত্মহত্যার হুমকি!

স্টাফ রিপোর্টার ॥ শৃঙ্খলাবিরোধী ও বিতর্কিত কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে পরমাণু শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (বায়েরা) পরিচালক ড. মোফাজ্জল হায়দারের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বদলিসহ যে কোনও ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। বায়েরা’র চেয়ারম্যানসহ অন্যদের কাছে এ হুমকি দেওয়ায় সংশ্লিষ্ট দপ্তরসহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা। ঘটনার সত্যতা স্বীকার করে বায়েরা’র চেয়ারম্যান অধ্যাপক ড. নঈম চৌধুরী গণমাধ্যমকে বলেন, বেশ কিছুদিন আগের কথা। আমি তখন দেশের বাইরে শাহানা আফরোজ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। ড. মোফাজ্জল হায়দার এক মিটিংয়ে অন্যান্য কর্মকর্তার সামনে শাহানা আফরোজের সঙ্গে অসদাচরণ করেন। আমরা তাকে নিয়ে রীতিমতো বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বায়েরা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ কর্মকর্তার আচরণে বিব্রতকর অবস্থায় আছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। অন্যান্য পরিচালক, এমনকি গাড়িচালকদের সঙ্গেও তার অসৌজ্যমূলক আচরণ নিয়ে সমস্যায় পড়তে হয়েছে কর্তৃপক্ষকে। অনেক কর্মকর্তাই বাধ্য হয়ে বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগে চলে গেছেন। তার কর্মকাণ্ডে বাধ্য হয়ে অন্তত আট জন গাড়িচালক পরিবর্তন করতে হয়েছে। তার সমপর্যায়ের অনেক পরিচালককে কয়েক বার প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত করেছেন বলেও অভিযোগ আছে। বৈঠকে উপস্থিত অন্যান্য কর্মকর্তার সূত্রে জানা গেছে, এমন অবস্থার মধ্যে ড. মোফাজ্জল হায়দার প্রতিষ্ঠানটির সদস্য ডা. শাহানা আফরোজের সঙ্গে (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে) এক বৈঠকে অসৌজন্যমূলক আচরণ করেন। এরপর তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগপত্র পাঠানোর সিদ্ধান্ত হয়। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হিসেবে বদলিসহ বিপক্ষে যে কোনও সিদ্ধান্ত হতে পারে জেনে ওই কর্মকর্তা চেয়ারম্যানসহ অন্যদের সঙ্গে দেখা করে আত্মহত্যার হুমকি দেন। জানতে চাইলে ডা. শাহানা আফরোজ বলেন, আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না। বিষয়টি মন্ত্রণালয় ও পরমাণু শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষই দেখবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল করিম জানিয়েছেন, বিষয়টি আমার কানে এসেছে। যদি ঘটনা যদি সত্য হয়, তাহলে তিনি শৃঙ্খলাভঙ্গের অপরাধ করেছেন। এ জন্য সুনির্দিষ্ট শাস্তির কথা বলা আছে। যিনি আত্মহত্যার হুমকি দিতে পারেন তাকে নিয়ে কাজ করাও তো কঠিন বলে মন্তব্য করেন তিনি।
×