ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মার্চে ত্রিদেশীয় সিরিজের ভারত দলে নেই কোহলি

প্রকাশিত: ২৩:০৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

মার্চে ত্রিদেশীয় সিরিজের ভারত দলে নেই কোহলি

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে এখনও দেশে ফেরেনি টিম ইন্ডিয়া, এর মধ্যেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করে দিল বিসিসিআই। মার্চ থেকে শুরু হবে এই সিরিজ। তবে, নিদাহাস ট্রফির জন্য যে দল বিসিসিআই বেছেছে তাতে চমক রয়েছে বেশ কিছু। আসন্ন টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক বিরাট কোহলিকে। বিরাটের পরিবর্তে এই টুর্নামেন্টে অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা। সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শিখর ধবনকে। শুধু একা কোহালিই নন, বিশ্রাম দেওয়া হয়েছে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকেও। ধোনি এবং কোহলির পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব এবং হার্দিক পাণ্ড্যকেও। লাগাতার ম্যাচে যাতে ক্লান্তি না আসে সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ। তবে, দলের নিয়মিত ক্রিকেটারদের বিশ্রামে পাঠানোয় জাতীয় দলের দরজা খুলে গিয়েছে অনেক তরুণ ক্রিকেটারের কাছে। কুলদীপ-বুমরা-ভুবিদের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন দীপক হুদা, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, মোহাম্মদ সিরাজ। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থও। ৬ মার্চ নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কা ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ১৮ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল। ভারত: রোহিত শর্মা(অধিনায়ক), শিখর ধবন(সহ অধিনায়ক), কেএল রাহুল, সুরেশ রায়না, মনীশ পাণ্ড্য, দীনেশ কার্তিক(উইকেটরক্ষক), দীপক হুদা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, বিজয় শঙ্কর, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকট, মোহাম্মদ সিরাজ, ঋষভ পন্থ(উইকেটরক্ষক)। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×