ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘জুরাসিক পার্ক’ ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রীদেবী!

প্রকাশিত: ১৯:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

‘জুরাসিক পার্ক’ ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রীদেবী!

অনলাইন ডেস্ক ॥ যার অভিনয়ের কাছে শ্রদ্ধায় মাথা ঝুঁকিয়েছিলেন তাবড় তাবড় সব অভিনেতা, রুপালি দুনিয়ায় যার বিচরণ ছিল অবাধ, সেই অভিনেত্রী সবাইকে ফাঁকি দিয়ে শনিবার দিবাগত রাতে চির বিদায় নিলেন। বলিউড কাঁপানো দক্ষিণী অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু দিনে জেনে নিই তাকে নিয়ে কিছু অজানা কিছু কথা৷ ১। ১৯৬৩ সালের ১৩ অগাস্ট জন্মগ্রহণ করেন তিনি৷ তার নাম দেওয়া হয়েছিল শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পন৷ তার বাবা ছিলেন একজন আইনজীবী এবং শ্রীদেবীর মাতৃভাষা তামিল৷ ২। লন্ডনে প্রখ্যাত পরিচালক যশ চোপড়ার ‘লামহে’ ছবির শ্যুটিং'র সময় তাপ বাবা প্রয়াত হন৷ শেষকৃত্যের জন্য তিনি বাড়িতে আসেন এবং শ্যুটিংয়ে ফিরে গিয়ে তিনি একটি কমেডি সিক্যোয়েন্স শ্যুট করেন৷ ৩। মাত্র চার বছর বয়সে তিনি অভিনয়ের জগতে পা রাখেন৷ সাল ১৯৬৭৷ ৪। সদমা, চাঁদনিসহ আরও বেশ কিছু ছবিতে তিনি প্লেব্যাক করেছিলেন৷ ৫। অনেকেই জানেন না, ‘চালবাজ’ ছবির 'না জানে কাঁহা সে আয়ি হ্যায়' গানটির শ্যুটিং'র সময় তার ১০৩ ডিগ্রী জ্বর ছিল৷ ৬। ১৩বছর বয়সে ‘মুন্দরু মুদিচু’ ছবিতে শ্রীদেবী রজনীকান্তের সৎ মা'র ভূমিকায় অভিনয় করেছিলেন বলে জানা যায়৷ ৭। স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি কারণ তিনি তখন বলিউডে তার ক্যারিয়ারের মধ্যগগণে ছিলেন৷ ৮। আব্বাস মাস্তানের সুপারহিট ছবি ‘বাজিগর’ ছবিতে তাকেই প্রধান নায়িকা হিসেবে পছন্দ করা হয়েছিল৷ ৯। মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রীদেবীর গোপনে বিয়ে হয়েছিল বলে শোনা যায়৷ যদিও পরবর্তীকালে তিনি পরিচালক-প্রযোজক বনি কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন৷
×