ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেসিকে টপকালেন রোনালদো?

প্রকাশিত: ১৮:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

মেসিকে টপকালেন রোনালদো?

অনলাইন ডেস্ক ॥ ক্রিস্তিয়ানো রোনালদোর লা লিগায় গোলসংখ্যা নিয়ে একটু বিতর্ক আছে। রিয়াল মাদ্রিদের হিসেব অনুযায়ী লিওনেল মেসির চেয়ে কম ম্যাচ খেলে লা লিগায় তিনশ গোলের মাইলফলকে পৌঁছেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। তবে অফিসিয়াল হিসেব বলছে, গোল একটি কম; ২৯৯টি। নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে গত শনিবার রাতে লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-০ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। রিয়াল মাদ্রিদের হিসাব অনুযায়ী লা লিগায় ২৮৫ ম্যাচ খেলে ৩০০ গোলের মাইলফলকে পৌঁছেছেন রোনালদো। পেছনে ফেলেছেন বার্সেলোনার হয়ে ৩২৬ ম্যাচে তিনশ গোল ছোঁয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসিকে। রোনালদোর লা লিগার গোলসংখ্যা নিয়ে বিতর্ক আসলে ২০১১ সালের একটি গোল নিয়ে। পর্তুগিজ তারকার ফ্রি-কিক তার সে সময়ের ক্লাব সতীর্থ পেপের পিঠে লেগে জালে জড়িয়েছিল। রিয়াল এখনও সে গোলটি রোনালদোর ধরে নেয়। কিন্তু কর্তৃপক্ষ গোলটা দিয়েছিল পেপেকে। অফিসিয়াল সিদ্ধান্ত মেনে নিলেও রোনালদো যে সবার আগে মেসিকে পেছনে ফেলবেন, সেটা নিশ্চিত। দারুণ ফর্মে ফেরা রিয়াল তারকার নিশ্চয়ই একটি গোলের জন্য ম্যাচের পর ম্যাচ অপেক্ষা করতে হবে না। অবশ্য এ বিতর্কের অবসান রোনালদো করে দিতে পারতেন আলাভেসের বিপক্ষে ম্যাচেই। গ্যারেথ বেল ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল রিয়াল। হ্যাটট্রিক পূরণের পথে না হেঁটে নিঃস্বার্থভাবে রোনালদোই স্পট কিকে লক্ষ্যভেদের সুযোগটি দেন করিম বেনজেমাকে।
×