ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জের মাদ্রাসা থেকে ৩ শিক্ষার্থী নিখোঁজ ॥ এলাকায় তোলপাড়

প্রকাশিত: ০৩:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

হবিগঞ্জের মাদ্রাসা থেকে ৩ শিক্ষার্থী নিখোঁজ ॥ এলাকায় তোলপাড়

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ॥ হবিগঞ্জের উপজেলা বাহুবলের মিরপুর সামছুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ নিয়ে চলছে সর্বত্র তোলপাড়। সংশ্লিস্ট মাদ্রাসা কর্তৃপক্ষের দাবী, গতকাল শুক্রবার রাত থেকে নিখোঁজ এই শিক্ষার্থীরা হল, জেলার চুনারুঘাট উপজেলাধীন হাসারগাঁও গ্রামের বাসিন্দা আইয়ূব আলীর পুত্র তানভীর আহমেদ, জেলার শায়েস্তাগঞ্জ উপজেলাধীন শ্যামপুর গ্রামের বাসিন্দা মোশাহিদ মিয়ার পুত্র জুনায়েদ আহমেদ ও মৌলভীবাজার জেলাধীন বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের বাসিন্দা রশিদ মিয়ার পুত্র শরীফ উদ্দিন। কর্তৃপক্ষ জানান, সংশ্লিস্ট মাদ্রাসার হিফজ বিভাগের ওই তিন ছাত্র গতকাল শুক্রবার মাগরিবের নামাজ পড়তে জামাতে শরীক হয়। তারপর থেকেই নাকি তাদেরকে আর দেখা যায়নি। পরবর্তীতে এই তিন ছাত্রের সন্ধানে ব্যাপক খোঁজাখুজি শুরু হলেও তা ফলপ্রসু হয়নি। বর্তমানে ওদের খোঁজে বাহুবল সহ নানা স্থানে জোর মাইকিংও নাকি অব্যাহত রয়েছে। এছাড়া এই তিন ছাত্র নিখোঁজের ঘটনায় সংশ্লিস্ট থানায় একটি জিডি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। পুলিশ বলছে, এদের সন্ধানে পুলিশের দুটি টীম কাজ করছে। এদিকে এই তিন ছাত্র উধাওয়ের ঘটনায় সংশ্লিস্ট মাদ্রাসার শিক্ষার্থী-অভিভাবক ও এলাকার সাধারন মানষের মাঝে ছড়িয়ে পড়েছে ভয়-উৎকন্ঠা।
×