ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেলায় নতুন ছোট গল্পের বই মাহমুদ রিয়াত এর ‘জোছনা রাতে বৃষ্টি’

প্রকাশিত: ০৩:১১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

মেলায় নতুন ছোট গল্পের বই মাহমুদ রিয়াত এর ‘জোছনা রাতে বৃষ্টি’

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক ও লেখক মাহমুদ রিয়াত এর লেখা নতুন ছোট গল্পের বই ‘জোছনা রাতে বৃষ্টি’ অমর একুশে গ্রন্থমেলায় এসেছে। কুচিং কন্যা, অর্কিড, জোছনা রাতে বৃষ্টি, অচেনা, চম্পাকাহিনী, লোভ, চরিত্রহীন এবং ভালবাসার সংসদ-এই আটটি গল্পে প্রকৃতি ও প্রেমের অপূর্ব সম্মিলন পাঠকদের সঙ্গে গল্পের নিবিড় সম্পর্ক গড়ে তুলবে। কারো গল্প আশার, কারোটা না-পাওয়ার; কিছু আছে স্বপ্নের, কিছু বেদনার আর কিছু আনন্দের। গল্পকে এড়িয়ে জীবনকে যাপন করা অসম্ভব। বইটি প্রকাশ করেছে ‘দোয়েল’। স্টল নম্বর ২৯৯ (সোহরাওয়ারর্দী উদ্যান)। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৬৭ নম্বর স্টলে (বাংলা একাডেমী) বইটি পাওয়া যাচ্ছে। তার প্রকাশিত ভ্রমণ বিষয়ক কাহিনী ‘এক ঋতুর দেশে’ ২০১৫ সালে একুশে গ্রন্থ মেলায় ব্যাপক সাড়া ফেলে। প্রবন্ধ ‘সময়ের বালুচরে’ (২০১৬) এবং গবেষণাধর্মী একটি বই ২০১৭ সালে প্রকাশিত হয়। মাহমুদ রিয়াত ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা পেশায় জড়িত।
×