ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালের অপহৃতা স্কুল ছাত্রীকে ফিল্মি স্টাইলে উদ্ধার

প্রকাশিত: ০৩:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

বরিশালের অপহৃতা স্কুল ছাত্রীকে ফিল্মি স্টাইলে উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রকাশ্য দিবালোকে মাকে মারধর করে ফিল্মিস্টাইলে অপহরণ করা মেয়েকে শনিবার সন্ধ্যায় ফিল্মিস্টাইলে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে প্রধান অপহরণকারী ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। জেলার গৌরনদী মডেল থানার চৌকস ওসি মোঃ আফজাল হোসেন বিভিন্ন কৌশল অবলম্বন করে অপহৃতা এসএসসি পরীক্ষার্থী তাহসিন ইসলাম নাসরিনকে নিয়ে মাইক্রোবাসযোগে পালিয়ে যাওয়ার সময় ফিল্মিস্টাইলে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার এবং অপহরণকারী আশিক আরিফিন ফকির (২০) ও তার সহযোগী বাবুকে গ্রেফতার করেছেন। ওসি আফজাল হোসেন মামলার এজাহারের বরাত দিয়ে জানান, দক্ষিণ চাঁদশী গ্রামের নুর মোহাম্মদ সিকদারের কন্যা তাহসিন ইসলাম উপজেলার নাঠৈ রিজিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এসএসসি’র বিজ্ঞান পরীক্ষা শেষে পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাহসিন ইসলামকে নিয়ে তার মা লিপিয়া বেগম রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাঁদশী বাজারের পশ্চিমপাশে পৌঁছলে বড়কসবা গ্রামের মন্টু ফকিরের পুত্র আশিক ফকির তার ১১/১২ জন সহযোগীদের নিয়ে চারটি মোটরসাইকেলযোগে রিকশাটি ঘেরাও করে। একপর্যায়ে তারা লিপিয়া বেগমকে মারধর করে জোরপূর্বক নাসরিনকে মোটরসাইকেলযোগে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতার মা লিপিয়া বেগম বাদী হয়ে আশিক আরিফিন ফকিরসহ অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। ওসি আরও জানান, মামলা দায়েরের পর বিভিন্ন কৌশল অবলম্বন করে অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় কোটালীপাড়া থেকে অপহৃতাকে উদ্ধার ও প্রধান অপহরণকারীসহ তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
×