ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে একজনও অভুক্ত মানুষ নেই ॥ ভূমিমন্ত্রী

প্রকাশিত: ০২:১১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশে একজনও অভুক্ত মানুষ নেই ॥  ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার , ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও ক্রেস্ট বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবুজ কুঁড়ি কিন্ডার গার্টেন এবং আরএআরএস হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে এসবের আয়োজন করা হয়। শনিবার সকালে ডাল গবেষণা কেন্দ্র এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত অনুঠানে বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি.প্রধান অতিথি হিসেবে অংশ নেন। ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ হোসেন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সাবেক সিএসও ড. মো. শাহাবুদ্দিন খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ওমর আলী, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল ও সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন ও আরএসআরএস হাইস্কুলের অধ্যক্ষ কবীর আলী বক্তব্য রাখেন। মন্ত্রী ক্রীড়াবিদ ও ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, নিজের জীবন গড়লেই পরিবার গড়া হবে, পরিবার গড়া হলেই সমাজ ও উন্নত দেশ গড়া হবে। পরে মন্ত্রী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্রীড়ানৈপুণ্য ও ডিসপ্লে উপভোগ করেন এবং ডাল গবেষণা কেন্দ্রের মাঠে রোপিত বীজের চারা ঘুরে দেখেন। মন্ত্রী জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন। তিনি বলেন,বাংলাদেশের সাড়ে ষোল কোটি মানুষের মধ্যে অভুক্ত থাকে এমন একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না। এ কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
×