ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর মিরপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০২:০০, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীর মিরপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে তানজিমা আক্তার তন্নী (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বামী মফিজুর রহমান দাবী করেছে, তন্নী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তন্নীর স্বজনরা দাবি করেছেন, তাকে হত্যা করা হয়েছে। এদিকে শনিবার বিকেলে ঢামেক মর্গে তন্নী লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মিরপুর থানা পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে মিরপুর ১ নম্বর সেকশনের ৮ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির তৃতীয় তলায় নিজ শয়নকক্ষ থেকে তানজিমা আক্তার তন্নী নামে এক গৃহবধূকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে তার শশ্বড়বাড়ির লোকজন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের স্বামী মফিজুরের দাবি, তিনি কুমিল্লার ফায়ার সার্ভিসের কর্মরত। দু’দিন আগে ছুটিতে তিনি ঢাকায় নিজেদের বাসায় আসেন। তিনি জানান, শনিবার সকালে দুই বছরের ছেলেকে নিয়ে পাশের কক্ষে বসেছিলেন তিনি। সকাল ৮টার দিকে শয়নকক্ষে গিয়ে দেখেন স্ত্রী তন্নী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিকভাবে তাকে সেখান থেকে নামিয়ে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে নিহত তন্নীর বড় বোন শামীমা আক্তার কাছে অভিযোগ করেন, তন্নী আত্মহত্যা করেননি। তাকে হত্যা করা হয়েছে। তিনি জানান, তন্নীর কোনো মানসিক সমস্যা ছিল না। ওর শ্বশুরপক্ষের লোকজনই তাকে মানসিক চাপে রাখতো। বাবার বাড়ি যেতে চাইলে সেটা নিয়ে তাকে বকাঝকা করতো। শামীমা জানান, চার বছর আগে মফিজুলের সঙ্গে তন্নীর বিয়ে হয়। তাদের সংসারে এক সন্তান রয়েছে। তাদের বাবার নাম এসএম সাত্তার হাওলাদার। গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার শাপা গ্রামে।
×