ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিএসইর সূচক থেকে বাদ পড়ল হাইডেলবার্গ

প্রকাশিত: ০০:০২, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

সিএসইর সূচক থেকে বাদ পড়ল হাইডেলবার্গ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুনর্গঠন করা হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫০টি কোম্পানির তালিকা। এ তালিকা থেকে বাদ পড়েছে বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট। আর নতুন করে যুক্ত হয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেডে।আগামী ৫ মার্চ থেকে এটি কার্যকর হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এই সূচক করা হয়। সিএসইর এই ৫০টি কোম্পানির বাজার মূলধন ৬৩ দশমিক ৮০ শতাংশ। আর ফ্রি ফ্লোট বাজার মূলধন হল ৬৭ দশমিক ৮০ শতাংশ। চূড়ান্ত ৫০ ইনডেক্সে এ থাকা কোম্পানিগুলো হলো - স্কয়ার ফার্মাসিউটিক্যাল, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, দি সিটি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, ইউসিবিএল, ইস্টার্ন ব্যাংক, সামিট পাওয়ার, প্রাইম ব্যাংক, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, লংকাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, এসিআই লিমিটেড, এমজেএল বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, পদ্মা অয়েল কোম্পানি, যমুনা অয়েল কোম্পানি, সোস্যাল ইসলামী ব্যাংক, বিএসআরএম স্টীল, মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্যাংক এশিয়া, ওরিয়ন ফার্মা, এবি ব্যাংক, এনসিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোটর্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডেসকো, খুলনা পাওয়ার কোম্পানি, জিপিএইচ ইষ্পাত, আইএফআইসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস, স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি এবং আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড।
×