ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লন্ডনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননাকারীদের শাস্তির দাবিতে আল্টিমেটাম

প্রকাশিত: ২১:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

লন্ডনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননাকারীদের শাস্তির দাবিতে আল্টিমেটাম

অনলাইন রিপোর্টার ॥ আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনটির নেতৃবৃন্দ, লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে হামলা ও জাতির পিতার প্রতিকৃতি অবমাননাকারীদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনা না হলে বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশন ঘেরাও করা হবে বলে আল্টিমেটাম দিয়েছে । মানববন্ধনে বক্তারা বলেন, ব্রিটিশ সরকার বঙ্গবন্ধুর প্রতিকৃতির অবমাননা ঠেকাতে ব্যর্থ হয়েছে। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। উল্টো দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে যদি লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে হামলা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতির অবমাননাকারীদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনা না হয় তবে বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশন ঘেরাও করা হবে। পেশাজীবী পরিষদের মহাসচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপি নেত্রীর জেল হয়েছে। তার দুর্নীতিপরায়ণ সন্তান তারেক জিয়া পলাতক। তারা আদালতের সেই রায় না মেনে আন্দোলন ও ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ তিনি বলেন, ‘পররাষ্ট্রনীতির অন্যতম শর্ত হচ্ছে, একটি দেশে বসে কেউ অন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। এরপরও কী করে তারেক জিয়া লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কী করে জাতির পিতার প্রতিকৃতির অবমাননা করে?’ ডা. কামরুল হাসান আরও বলেন, ‘দেশের উন্নয়ন ও স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তারাই হামলায় জড়িত। ১৭ বছরের দণ্ডিত আসামি তারেক জিয়া এর নেতৃত্ব দিয়েছেন। হামলা ও ষড়যন্ত্রকারীদেরর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগামী ৭ দিনের মধ্যে যদি লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে হামলা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতির অবমাননাকারীদের গ্রেফতার করা হয় কিংবা কোনো বিবৃতি না দেয় তবে বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশন ঘেরাও করা হবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফীন সিদ্দিক বলেন, ‘নির্বাচনের আগে লন্ডন কেন্দ্রিক বহু ষড়যন্ত্রের আভাস মিলছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতির অবমননা এর উদাহরণ। যারা মুক্তিযুদ্ধেরর চেতনায় বিশ্বাস করে না তারাই হামলা করেছে। বাংলাদেশ ও বৃটেনে তাদের বিচার করতে হবে।’ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘যারা নিজেদের সভ্য বলে দাবি করে সেই দেশে অগণতান্ত্রিক দৃশ্যের অবতারণা ঘটছে। ১৯৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ’৭১ এ পরাজিত শক্তিরা ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে। দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তারাই আবার ষড়যন্ত্র করছে। তারেক জিয়ার নের্তৃত্বে ষড়যন্ত্র চলছে। সোজা আঙ্গুলে কাজ হবে না। আল্টিমেটামে নয়, আমাদেরকে আন্দোলনের মাধ্যমে পাকিস্তানি প্রেতাত্মাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। পাকিস্তানি কায়দায় ষড়যন্ত্র চলছে। লন্ডনে বসে কারা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে তা আজ স্পষ্ট। বৃটেনের প্রতি আমাদের আহ্বান, হামলাকারীরা কারা তা স্পষ্ট। তাদের গ্রেফতার করুন, শাস্তি দিন। বাংলাদেশ সরকারও আইনানুযায়ী ব্যবস্থা নেবে।’ মানববন্ধনে অন্যান্যেরর মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব সাংবাদিক ওমর ফারুক, কেআইবি’র সভাপতি কৃষিবিদ এ এম এম সালেহ, স্বাচিব মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ।
×