ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সমস্যা মেটাতে ট্রাম্পের কাছে যাচ্ছেন সৌদি-আমিরাত-কাতারের নেতারা

প্রকাশিত: ১৯:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

সমস্যা মেটাতে ট্রাম্পের কাছে যাচ্ছেন সৌদি-আমিরাত-কাতারের নেতারা

অনলাইন ডেস্ক ॥ নিজেদের মধ্যকার চলমান সংকট নিরসনে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতারা। মার্চ কিংবা এপ্রিলে ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে তাদের সাক্ষাৎ হতে পারে বলে মনে করা হচ্ছে। উপ-সাগরীয় প্রতিবেশী দেশগুলোর মধ্যকার সংকট মেটাতে মধ্যস্থতা করছে ওয়াশিংটন। তারই অংশ হিসেবে এই বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত বছরের জুন মাসে কাতারের সঙ্গে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক চ্ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। তাদের অভিযোগ, দোহা সন্ত্রাসে (মুসলিম ব্রাদারহুড, হামাস) অর্থায়ন করছে। যদিও কাতার সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সিনিয়র এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, মার্চ কিংবা এপ্রিলে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই কর্মকর্তা জানান, ওয়াশিংটন আশা করছে, চলতি বছরের শেষ দিকে জিসিসি (গাল্ফ কো-অপারেশন কাউন্সিল) সামিট অনুষ্ঠিত হতে পারে। আর তার আগেই প্রতিবেশী দেশ কয়টির মধ্যকার দ্বন্দ্ব মিটিয়ে ফেলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। জিসিসি সামিটে মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠাসহ ইরানের বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করছে ওয়াশিংটন।
×