ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের রাখাইনে ৩ বোমা বিস্ফোরণ

প্রকাশিত: ১৮:১২, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

মিয়ানমারের রাখাইনে ৩ বোমা বিস্ফোরণ

অনলাইন ডেস্ক ॥ রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের কয়েক জায়গায় শনিবার সকালে তিনটি বোমা বেস্ফোরণ ঘটেছে। উচ্চ পদস্থ এক সরকারি কর্মকর্তার বাড়িতেও বোমা আঘাত হেনেছে বলে জানিয়েছে মিয়ানমারের পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, মোট তিনটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা হালকা আহত হয়েছেন। তবে অবিস্ফোরিত তিনটি বোমাও পাওয়া গেছে। রাখাইনের রাজধানীতে বোমা বিস্ফোরণের ঘটনা একেবারে বিরল। ভোর চারটায় বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজ্য সরকারের সচিবের বাড়িতে একটি বোমার বিস্ফোরণ ঘটে। বাকি দুটো শহরের একটি অফিসের সামনে ও একটি রাস্তায়। সিত্তের স্থানীয় এক বাসিন্দা বলেন, বোমা বিস্ফোরণের পর পুলিশ বেশ কিছু রাস্তা বন্ধ করে দিয়েছে। গত আগস্ট থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযানে প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সূত্র ॥ এএফপি
×