ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিএনপি আবার সুযোগ পেলে দেশ ধ্বংস করে দেবে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপি আবার  সুযোগ পেলে দেশ ধ্বংস করে দেবে ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৩ ফেব্রুয়ারি ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আবার যদি সুযোগ পায় বাংলাদেশকে ধ্বংস করে দিবে। এটা সবাই জানে। সেজন্য আপনারা সতর্ক থাকবেন। নির্বাচন এই বছরের ডিসম্বরে হবেই। এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই। নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। বিএনপি যত দাবি-দাওয়া করুন না কেন লাভ হবে না। বরং তাদের ক্ষতি হবে। তিনি আরও বলেন, বিএনপি ২০১৩ সালে আগুন সন্ত্রাস করেছে। ২০১৪ সালে নির্বাচন যাতে না হয় তার জন্য চেষ্টা করে। প্রিসাইডিং অফিসার মেরে ফেলেছে চারজন। পুলিশ মেরেছে ২৪ জন। ২০১৫ সালে ৯৩ দিন হরতাল অবরোধের নামে অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি। নির্বাচনও হয়েছে। সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এবারও যদি বিএনপি তা-ব চালায় তাদের ক্ষতি হবে। কারণ মানুষের জানমাল নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যা যা দরকার করবে। শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বাজারে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিশাল সমাবেশে এসব কথা বলেন। এদিকে গত তিন দিন ধরে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ সমাবেশকে ঘিরে এলাকায় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করে। প্রতিদিনই কয়েক হাজার নেতাকর্মী মিছিল বাদ্য বাজিয়ে এই সমাবেশে যোগ দেয়। এক সময় বিশাল সমাবেশ জনসভায় রুপ নেয়। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। এসব সমাবেশে সাধারণ মানুষও ভিড় জমায়। বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০১ সালের পর বিএনপি সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মসজিদের মোয়াজ্জেমকে গুলি করে মেরেছে। লালমোহনের লডহার্ডিঞ্জ, ধলিগর নগরসহ বিভিন্ন স্থানে মা বোনের ইজ্জত লুট করেছে। গর্ভবতী মা বিলের পানির মধ্যে ডুবেও রক্ষা পায়নি। মায়ের সামনে পাশবিক নির্যাতন করেছে। মালেক নামে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে চোখ তুলে নিয়ে গেছে। সারা বাংলাদেশে অত্যাচার করেছে। আবার যদি ক্ষমতায় আসে তারা কি যে করবে চিন্তাও করা যাবে না। মন্ত্রী আরও বলেন, ভোলায় বিপুল পরিমাণ গ্যাস রয়েছে। এই গ্যাস ভিত্তিক ব্যাপক শিল্প কল-কারখানা গড়ে উঠবে। ভোলা-বরিশাল তেঁতুলিয়া নদীর উপর দিয়ে দ্রুত সেতু নির্মাণ করা হবে। ভোলা হবে সিঙ্গাপুর। বিএনপির ক্ষমতার আমলের বিভিন্ন অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভোলায় মিটিং করতে পারেননি। নতুন বাজারে তার স্টেজ ভাংচুর করেছে। মন্ত্রী বলেন, রাস্তায় রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করেছে। গুলি পেট্রোল বোমা করেছে। এত অত্যাচার করেছে। কিন্তু আমরা তো এখন ক্ষমতায়। আমরা তো এত অত্যাচার করি নাই। মন্ত্রী বলেন, রাজনীতি এমন একটা জিনিস- এটা জোয়ার ভাটা। আজকে যারা ক্ষমতায় আসবে আবার কালকে তারা নাও থাকতে পারে। কিন্তু সামাজিক বন্ধন, আত্মার সম্পর্ক সেটা নষ্ট হবে কেন? কিন্তু বিএনপি সেটা নষ্ট করেছে। আবার যদি সুযোগ পায় তারা বাংলাদেশকে ধ্বংস করে দিবে। সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরও বলেন, নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে হবেই। এই নির্বাচনকে ঠেকাবার ক্ষমতা কারও নাই। মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সাজা হয়েছে। এতিমের টাকা আত্মসাত করেছেন বলে বিচারক রায় দিয়েছেন। খালেদা জিয়ার জেল হয়েছে। এ সম্পর্কে আমাদের কিছু বলার নাই। আদালতের রায়ের বিরুদ্ধে কারও আন্দোলন সংগ্রাম করা উচিত না। ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। এর আগে মন্ত্রী তুলাতুলি বাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
×