ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিল্লী যাচ্ছে ‘মহাজনের নাও’

প্রকাশিত: ০৪:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

দিল্লী যাচ্ছে ‘মহাজনের নাও’

স্টাফ রিপোর্টার ॥ দিল্লীর থিয়েটার অলিম্পিকে যাচ্ছে সুবচনের নাটক ‘মহাজনের নাও’। দলটির কর্ণধার আহমেদ গিয়াস জানান, দিল্লীর ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) আয়োজনে অষ্টমবারের মতো এ উৎসব ১৭ ফেব্রুয়ারি শুরু হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ভুবেনশ্বরের রবীন্দ্র ম-পে এবং ২৮ ফেব্রুয়ারি দিল্লীর কামেনি অডিটরিয়ামে ২টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে সুবচনের দর্শক নন্দিত নাটক ‘ মহাজনের নাও’। শাকুর মজিদের রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় এ নাটকটি আগে দক্ষিণ কোরিয়ার কেউচং এ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ থিয়েটার, লন্ডনের এ সিজন অফ বাংলা ড্রামা ফেস্টিভ্যাল , পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, ত্রিপুরা কোচবিহার, জলপাইগুড়ির বিভিন্ন আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশগ্রহন করে। এই উৎসবে অংশগ্রহনের জন্য দল প্রধান আহাম্মদ গিয়াসের নেতৃত্বে ১৮ সদস্যের একটি দল আগামী ২৪ ফেব্রুয়রি দিল্লীর উদ্দেশে ঢাকা ছাড়বে। বাউল শাহ্ আব্দুল করিমের জীবন ও দর্শননির্ভর এ নাটকে যারা অভিনয় করবেন তারা হলেন আহাম্মেদ গিয়াস, শাহ্ সালাউদ্দিন, তানভির আহাম্মেদ, ফজলুল হক রাসেল, সোহেল খান সোনিয়া হাসান, লিঠু রানি ম-ল, ইরা আহাম্মেদ, ইমতিয়াজ শাওন, মারুফুর রহমান, ইমরান হোসেন প্রমুখ । দুটি প্রদর্শনী শেষ করে ১৮ সদস্যের দল নিয়ে আগামী ২ মার্চ দলটি ঢাকা ফিরবে।
×